Sohini Sarkar: বৈবাহিক ধর্ষণ রুখতে আদালতে সোহিনী!

সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে সমাজ বদল হচ্ছে মানুষের চিন্তা ভাবনারও। যা একসমময় অধিকারের বাঁধনে দরজার ওপারে ছিল। তা এখন ঘরের বাইরে পাঁচ জনের সামনে। ঘোমটা…

Sohini Sarkar

সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে সমাজ বদল হচ্ছে মানুষের চিন্তা ভাবনারও। যা একসমময় অধিকারের বাঁধনে দরজার ওপারে ছিল। তা এখন ঘরের বাইরে পাঁচ জনের সামনে। ঘোমটা সরিয়ে এখন মেয়েরা প্রতিবাদী। তাঁরা নিজেদের অধিকার বুঝে নিতে আর পিছপা নন। তাইতো বন্ধ দরজার কথা আদলতে নিয়ে এলেন সোহিনী (Sohini Sarkar)। তবে গোটা বিষয়টাই রিলে।

ফের নতুন ওয়েব সিরিজে সোহিনী সরকার। তবে এবার তাঁর সঙ্গী আরও এক তরুণ অভিনেত্রী। ইন্দ্রাণী দত্তের কন্যা রাজনন্দিনী পাল । সিরিজের নামভূমিকায় অভিনয় করেছেন সোহিনী। এছাড়াও এই সিরিজে অভিনয় করছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার, রজত গঙ্গোপাধ্যায় ও পারমিতা মুখোপাধ্যায়।

সিরিজটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। পরিচালক বলছেন, ‘সম্পূর্ণা আমার কাছে খুব বিশেষ একটা প্রোজেক্ট। কারণ এই গল্পের বিষয়বস্তুটা এমনই যেটা নিয়ে বার বার কথা বলা উচিত। এখন বৈবাহিক ধর্ষণ নিয়ে মানুষ আগের থেকে অনেক বেশি অবগত ও এর প্রতিবাদও হয়। রয়েছে উপযুক্ত শাস্তিও। তারপরেও এখনও সমাজের গভীরে এই সমস্যা রয়েই গিয়েছে। বিবাহ হোক বা না হোক, যে কোনও পরিস্থিতিতে প্রত্যাখানকে সম্মান জানানো উচিত।’

সিরিজটি সম্পর্কে সোহিনী সরকার বলছেন, ‘গল্পটা শুনেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমায় এই সিরিজের অংশ হতেই হবে। আমায় গল্পটা খুব ছুঁয়ে গিয়েছিল। সবসময় বিশ্বাস করি মেয়েদের এই ধরণের সমস্যা নিয়ে কথা বলা উচিত। আশা করি এই সিরিজ মানুষকে অনেকাংশে অবগত করে তুলবে। বিনোদনের উদ্দেশেই যে কোনও সিরিজ বানানো হয় কিন্তু তার মধ্যে দিয়েও যদি কোনও বার্তা দেওয়া যায়, এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।’