Bundesliga: বায়ার্নকে ৫ গোল ফ্র্যাঙ্কফুটের, শীর্ষেই রইল আলোনসোর লেভারকুসেন

বুন্দেসলিগা (Bundesliga) লিগা মানেই বায়ার্ন মিউনিখের (Bayern Munich ) এক তরফা আধিপত্য- জার্মানির সেরা ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এই ধারণা প্রচলিত রয়েছে। খাতায় কলমে কিংবা…

Bayern 5 goals Frankfurt

বুন্দেসলিগা (Bundesliga) লিগা মানেই বায়ার্ন মিউনিখের (Bayern Munich ) এক তরফা আধিপত্য- জার্মানির সেরা ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এই ধারণা প্রচলিত রয়েছে। খাতায় কলমে কিংবা পারফরম্যান্সের বিচারে এত দিন কোন দল বায়ার্নকে টেক্কা দিতে পারেনি। বরুসিয়া ডর্টমুন্ড এক সময় খুব চেষ্টা করেছিল। ডর্টমুন্ড বসন্ত অতিক্রান্ত। বুন্দেসলিগা লিগায় বায়ার্নকে যথারীতি মনে হয়েছিল অপ্রতিরোধ্য। কিন্তু না, খেলার নাম ফুটবল।

অবিশ্বাস্যভাবে ফ্র্যাঙ্কফুট ৫ গোল দিল বায়ার্ন মিউনিখকে। ফ্র্যাঙ্কফুটের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারল না বায়ার্ন। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ম্যানুয়াল নুয়েরদের দল ফেলার ফুরসত দেয়নি প্রতিপক্ষের ফুটবলাররা। জশুয়া কিমিচের বক্সের বাইরে থেকে করে দূর পাল্লার শটে গোলটি ছাড়া বায়ার্ন সমর্থকদের পক্ষে সুখকর কোনো মুহূর্ত এই ম্যাচে ছিল না।

ব্যাংক পার্কের মাঠে এক সময় ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ফ্র্যাঙ্কফুট। তারপর কিমিচের সুন্দর গোলে ব্যবধান কিছুটা কমে। বিরতির পর আরও দুটো গোল। ৫-১ ব্যবধানে খেলা শেষ করলে ফ্র্যাঙ্কফুট।

এদিনের ম্যাচ থেকে পুরো পয়েন্ট অর্জন করতে পারলে লিগ ক্রম তালিকার শীর্ষ স্থানে চলে যেতে পারতো বায়ার্ন। এদিনের ম্যাচে পরাজয়ের পর হ্যারি কেনদের ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট। সম সংখ্যক ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট লেভারকুসেন। জাবি আলোনসোর লেভারকুসেন বুন্দেসলিগা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে।