English Premier League: ম্যানচেস্টার সিটির পর আর্সেনালকে হারাল অ্যাস্টন ভিলা

এক সপ্তাহের মধ্যে জমে উঠল ইংলিশ প্রিমিয়ার লিগ (English Premier League)। অ্যাস্টন ভিলার (Aston Villa)অবিশ্বাস্য ফর্মের সামনে টিকতে পারছে না একের পর এক তাবড় দল।…

Aston Villa Falls to Arsenal

এক সপ্তাহের মধ্যে জমে উঠল ইংলিশ প্রিমিয়ার লিগ (English Premier League)। অ্যাস্টন ভিলার (Aston Villa)অবিশ্বাস্য ফর্মের সামনে টিকতে পারছে না একের পর এক তাবড় দল। ম্যানচেস্টার সিটির (Manchester City) পর এবার আর্সেনালকে মাটি ধরাল ভিলা।

গত মরসুমের মাঝপথে অ্যাস্টন ভিলার দায়িত্ব নিয়েছিলেন উনাই এমিরি। দল তখন ভুগছিল অবনমনের আশঙ্কায়। সেখান থেকে ভিলাকে নতুন করে গড়ে তোলেন অভিজ্ঞ কোচ। গত মরসুমের থেকেও এবার আরও এক কাঠি ওপরে উনাই এমিরির অ্যাস্টন ভিলা। ছোট দল বড় দলের ব্যবধান ঘুচিয়ে ভিলা সমর্থকদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন উনাই। আর্সেনালকে হারানোর পর ভিলা এখন ইংলিশ প্রিমিয়ার লীগ ক্রম তালিকার তৃতীয় স্থানে। প্রথম স্থানে থাকা লিভারপুলের (৩৭ পয়েন্ট) থেকে মাত্র দুই পয়েন্টের পার্থক্য।

আরও পড়ুন: Mumbai City FC: মুম্বই সিটির দায়িত্ব পেয়েই চ্যালেঞ্জ নিলেন নয়া কোচ ক্র্যাটকি

আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ শুরু হতে না হতেই অ্যাস্টন ভিলার গোল। একমাত্র করা এই গোল ম্যাচের বাকি সময়, অতিরিক্ত সময়ের কথা ধরলে প্রায় নব্বই মিনিট ধরে রাখে ভিলা। আর্সেনালের ফুটবলাররা গোল করার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন কিন্তু সফল হতে পারেননি। কারণ বিশ্বের সেরা গোলকিপার, এমি মার্টিনেজ ভিলা দূর্গের শেষ প্রহরী।

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধেও দলের নিশ্চিত পতন রোধ করেছিলেন এমি মার্টিনেজ। আর্সেনালের বিরুদ্ধেও করলেন একই কাজ। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল অ্যাস্টন ভিলা। ঘরের মাঠে টানা পনেরো ম্যাচ জিতল ইংলিশ প্রিমিয়ার এই দল।