ISL: মোহনবাগানের “বাতিল ঘোড়ার” কাছে আটকে গেল মেরিনার্স ক্যাম্প

সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়েন এফসির কাছে ২-১ গোলে হেরে গিয়েছে হুয়ান ফেরান্দোর ATK মোহনবাগান। হারের ধাক্কায় সবুজ মেরুন…

ATK mohun bagan Chennaiyin FC

সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়েন এফসির কাছে ২-১ গোলে হেরে গিয়েছে হুয়ান ফেরান্দোর ATK মোহনবাগান। হারের ধাক্কায় সবুজ মেরুন সমর্থকরা ‘হুয়ান ফেরান্দো হঠাও’ দাবিতে সরব।

এমন আবহে প্রাক্তন মোহনবাগান গোলকিপার দেবজিৎ মজুমদারের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল চেন্নাইয়েন এফসির হেডকোচ থমাস ব্রডারিকের মুখে। সবুজ মেরুন শিবিরের “বাতিল ঘোড়া” গোলকিপার দেবজিৎ মজুমদার সোমবার, যুবভারতীতে নিজের পুরনো দল মোহনবাগানের বিরুদ্ধে তিনকাঠির নীচে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ কিছু সেভ করেন। দেবজিৎ’র এমন নজরকাড়া পারফরম্যান্স এবং ঘরের মাঠে ATK মোহনবাগানকে উড়িয়ে দিয়ে জয়ের হাসি ঠোটে নিয়ে হাসি মুখে সোমবার সাংবাদিক বৈঠকে এসে দুবারের আইএসএল চ্যাম্পিয়ন দলের হেডকোচ থমাস ব্রডারিক দলের গোলরক্ষক দেবজিৎ মজুমদারের পারফরম্যান্সের প্রসঙ্গে বলেন,”একজন খেলোয়াড়কে আলাদা করা, এটা ঠিক নয়। এটা একটা দলের পারফরম্যান্স ছিল এবং আমি খেলোয়াড়দের কাছ থেকে যা জিজ্ঞাসা করেছি এবং প্রত্যাশা করেছি, তারা খেলায় তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিল।”

   

ATK মোহনবাগানকে ঘরের মাঠে হারিয়ে ঔদ্ধত্যের স্রোতে গা ভাসাতে দেখা যায়নি থমাস ব্রডারিককে। প্রতিপক্ষ দলকে হারিয়ে প্রেস মিটে এসে সবুজ মেরুন ব্রিগেড নিয়ে চেন্নাইয়েন এফসি কোচ বলেন,”খুব একটা খারাপ দল নয়। তাদের একটি সেরা স্কোয়াড এবং একজন ভালো কোচ রয়েছে। এখানে জয় আমাদের জন্য বড় সাফল্য।”

নিজের দলের গোলকিপার দেবজিৎ মজুমদার যেভাবে নিজের পুরনো দলের বিরুদ্ধে নিজেকে মেলে ধরেছিল তা নিয়ে থমাস ব্রডারিক বলেন, “হ্যাঁ, দেবজিৎ অতীতে কিছু কঠিন মুহূর্ত ছিল কিন্তু তার গোলকিপিং কোচ অন্যান্য গোলকিপারদের মতো (তাকে প্রস্তুত করার ক্ষেত্রে) বেশ ভাল কাজ করেছিলেন। ডিফেন্সে সে সত্যিই ভালো প্রাচীর ছিল এবং সে আমাদের প্রতিপক্ষের কাছ থেকে বেশ কিছু ভালো সুযোগ বাঁচিয়েছিল। তাকে আমার দলে পেয়ে আমি খুব খুশি।”

২০১৪-১৭ টানা চার বছর দেবজিৎ মজুমদার মোহনবাগানের গোলকিপার ছিল।এরপর ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ATK এবং মোহনবাগান জার্সি গায়ে ৯০ মিনিটের ফুটবল যুদ্ধে অনেকবার ত্রাতার ভূমিকাতে দেখা গিয়েছে ৩৪ বছরের
দেবজিৎ মজুমদারকে।