বেশ কিছুদিন ধরে জল্পনা (East Bengal Club) চলছিল , আজ হয়তো সেই জল্পনা অবসান ঘটতে চলেছে । হঠাৎই ভারতীয় এই মাঝমাঠের ফুটবলার ময়দানের চর্চিত বিষয় হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন সদ্য আইএসএল (ISL) জয়ী বঙ্গ ফুটবলার সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)।
গত মরশুমে সৌভিক ছিলেন হায়দ্রাবাদ এফসিতে। সেখানে খুবই অসাধারণ পারফরম্যান্স করে নিজ দক্ষতায় দলের মাঝমাঠ সামলে ছিলেন । মোট ১৬ টি ম্যাচ খেলে একটি গোল এবং দুটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছিলেন সৌভিক । গতকাল অর্থাৎ বুধবার তার একটি ইন্টারভিউয়ে আমরা জানতে পারি তিনি কলকাতায় ফেরত আসতে চান । তার মানে কলকাতার কোন দলে খেলতে চান তিনি । তারপরে ইস্টবেঙ্গলের সাথে তার নাম প্রায় জুড়ে দেওয়া হচ্ছিল ।
এটি চর্চার বিষয় হয়ে উঠেছিল নেট দুনিয়ায় । খবর শুনতে আমরা জানতে পারি কিছুটা সত্যতা রয়েছে এই জল্পনায় । কারণ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সাথে সৌভিকের কথা হয়েছে। নতুন ইনভেস্টার কে সঙ্গে নিয়ে আইএসএল এ মুখ্য ভূমিকা রাখছি ইস্টবেঙ্গল কর্মকর্তারা । ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবব্রত সরকারের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে সৌভিকের, এটা ময়দানে সবাই জানে । কিন্তু সমস্যার একটা বিষয় রয়েছে । সেটা আর কিছুই না হায়দ্রাবাদ এফসির সাথে সৌভিকের দু বছরের চুক্তি আছে । যা শেষ হবে 2023 এ । অর্থাৎ এই ভারতীয় ফুটবলারকে দলে নিতে গেলে দিতে হবে মোটা অংকের ট্রান্সফার ফি ।
অবশ্য এই ট্রান্সফার ফি দিতে কোন অসুবিধা নেই বলে জানা গেছে । নতুন ইনভেস্টার ইমামি গ্রুপ ও সৌভিক কে চাইছে তাদের নতুন দলে । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হায়দ্রাবাদের সাথে চূড়ান্ত কথাবার্তা বলে লাল হলুদ জার্সিতে দেখা যেতে পারে ভারতীয় এই অভিজ্ঞ মিডফিল্ডারকে ।