East Bengal : অভিজ্ঞ ভারতীয় গোলরক্ষকে দেখা যাবে লাল হলুদ জার্সিতে

আগামী ২রা আগস্ট থেকে নতুন ইনভেস্টার ইমামিকে নিয়ে ইস্টবেঙ্গলের (East Bengal) পথচলা শুরু। তারই আগে এই মরশুমের ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে স্টিফেন কন্সেসটাইন কে দেখা…

East bengal club may appoint more than one coach

আগামী ২রা আগস্ট থেকে নতুন ইনভেস্টার ইমামিকে নিয়ে ইস্টবেঙ্গলের (East Bengal) পথচলা শুরু। তারই আগে এই মরশুমের ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে স্টিফেন কন্সেসটাইন কে দেখা যাবে , যা বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট । আসন্ন ডুরান্ড কাপকে মাথায় রেখে দল গঠনের প্রক্রিয়ায় শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট । 

এই প্রক্রিয়া বহু ভারতীয় ফুটবলার হিসেবে অনেকের নাম উঠে আসছে । তারই মধ্যে একজন বাঙালি অভিজ্ঞ গোলরক্ষক শুভাশীষ রায় চৌধুরী নাম খুবই জোরালো হচ্ছে। কারণটা খুবই স্পষ্ট। ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলরক্ষক অর্থাৎ অরিন্দম ভট্টাচার্য যিনি তার নতুন দল নর্থ ইস্ট ইউনাইটেডে যোগ দিয়েছেন । সেই দলেরই প্রধান গোলরক্ষক হিসেবে শুভাশিস রয় চৌধুরী ছিলেন । কিন্তু হয়তো একই দলে দুজন অভিজ্ঞ এবং দক্ষ গোলকিপার থাকতে পারেনা । খবর সূত্র , শুভাশিসও নিজের সাথে নর্থ ইস্ট ইউনাইটেডের দু’বছর সম্পর্ক ছিন্ন করতে চাইছেন । 

অপরদিকে লাল হলুদ বাহিনী নিজের দল গঠনে একজন অভিজ্ঞ ফুটবলারের দিকে নজর দিচ্ছে। তার আগে তরুণ গোলরক্ষক হিসেবে গুরমিত সিং কে সই এবং ওড়িশার কামালজিৎ সিং এর সাথেও কথাবার্তা চলছে । কিন্তু সম্ভবত শুভাশিসের মতো অভিজ্ঞ এবং দক্ষ গোলকিপারকে দায়িত্ব দেবে ইস্টবেঙ্গল । কারণটা স্পষ্ট ২০১৯ থেকে এখন পর্যন্ত নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে চল্লিশটি ম্যাচে ১৭ টি ক্লিন সিট রয়েছে তার। উপরন্তু কলকাতায় খেলার অভিজ্ঞতাও রয়েছে।

এর আগেও শেষ ২০১৫ সালে ইস্টবেঙ্গল খেলেছিলেন তিনি। লাল- হলুদ সমর্থকরা ও তাকে খুবই পছন্দ করে । খবর সূত্রে জানা গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সাথে তার এজেন্টের কথাও চলছে। সম্ভবত ২/১দিনের মধ্যেই লাল – হলুদ শিবিরে যোগ দেবেন বাংলার এই অভিজ্ঞ গোলরক্ষক ।