East Bengal: স্টিফেনকে ছেঁটে ফেলতে বোর্ড মিটিংয়ে বসছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট

আইএসএলে ১০ নম্বর স্থানে শেষ করেছে লাল-হলুদ (East Bengal)। এরপর থেকেই কোচ স্টিফেন কনস্টান্টাটাইনকে (Stephen Constantine) নিয়ে দলের অন্দরে এবং বাইরে সংকট তৈরি হয়েছে৷

East Bengal-Emami

মরশুমে ধরাশায়ী দল। ডার্বি হারের পাশাপাশি আইএসএলে ১০ নম্বর স্থানে শেষ করেছে লাল-হলুদ (East Bengal)। এরপর থেকেই কোচ স্টিফেন কনস্টান্টাটাইনকে (Stephen Constantine) নিয়ে দলের অন্দরে এবং বাইরে সংকট তৈরি হয়েছে৷ তাঁর ভাবভঙ্গি নিয়ে সমর্থকদের পাশাপাশি ক্ষুব্ধ খেলোয়াড়রাও৷ তাই এবার কোচকে ছাঁটাইয়ের পরিকল্পনা শুরু করল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: Enrique Esqueda: সমর্থকদের আবেদনে ইস্টবেঙ্গলে ফিরছেন মেক্সিকান তারকা

সূত্রের খবর, চলতি মাসের প্রথম সপ্তাহেই ইস্টবেঙ্গলের তরফে বোর্ড মিটিং ডাকা হয়েছে৷ সেখানেই স্টিফেনের ভবিষ্যত নিয়ে আলোচনা হবে৷ পাশাপাশি বিদেশী খেলোয়াড়দের নিয়েও বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, ক্লেটন ছাড়া সমস্ত বিদেশী খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে লাল হলুদ শিবিরের৷

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আরও পড়ুন: Stephen Constantine: বারবার কোচ পরিবর্তন নিয়ে ‘বিস্ফোরক’ ইস্টবেঙ্গলের হেডস্যার

প্রসঙ্গত, দলের অন্দরেই তাঁকে নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। শোনা যাচ্ছে, দলের অনেকেই চাইছেন না স্টিফেনের মেয়াদ বাড়ানো হোক। এমনকি স্টিফেন থাকলে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে বেশ কয়েকজন খেলোয়াড়। তবে আলোচনায় বসে পরবর্তী মরশুম নিয়ে সিদ্ধান্ত নিতে চান ক্লাব কর্তারা৷ তবে কী ভালো মানের ফুটবলারদের দিকে পা বাড়াবে লাল হলুদ শিবির? সেই বিষয়ে আলোচনার জন্যেই বৈঠক ডাকা হয়েছে?

আরও পড়ুন: East Bengal: ‘ব্যর্থ’ কোচ স্টিফেনকে সরানোর প্রক্রিয়া শুরু ইস্টবেঙ্গলের

যদিও দল নিয়ে ভারতীয় দলের প্রাক্তন কোচ জানিয়েছিলেন, যদি কোচ থাকেন এবং ক্লাব তার ওপর বিশ্বাস রাখলে, তাহলে আগামী মরশুমে ভালো বিদেশি এবং ভারতীয় ফুটবলার তিনি আনবেন। সেক্ষেত্রে দলের বাজেট বাড়াতেই হবে। না হলে এটিকে মোহনবাগান, মুম্বই, হায়দারাবাদের মত দলের বিরুদ্ধে ভাল ফলের আশা না করাই উচিত। এটা সাধারণ ব্যাপার। এটা বোঝার জন্য ফুটবল পন্ডিত হওয়ার দরকার নেই বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: Eliandro: দেশের ক্লাবে সই করলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন বিতর্কিত ফুটবলার

একইসঙ্গে তাঁকে এও বলতে শোনা যায়, ইস্টবেঙ্গল গত চার বছরে দশ জন কোচ এনেছে। তার পরে সেরা ছয়ে থাকতে চায় তারা! এমন কয়েকজন খেলোয়াড়কে আমরা হাতছাড়া করেছি, যারা আমাদের দলে আসতে আগ্রহী ছিল। তার কারণ, আমি তাদের বলতে পারিনি যে, পরের মরশুমে আমি নিশ্চিত ভাবে এই ক্লাবের দায়িত্বে থাকব কি না। ধারাবাহিকতা চাইলে কোচকে সময় দিতে হবে। বারবার কোচ বদল করা মানে ফুটবলার, স্টাফ, ছক, কৌশল সবই বদলানো। একজন কোচকে দু-তিন বছর সময় দেওয়ার পরে সিদ্ধান্ত নাও সে কেমন কোচ। ডেস বাকিংহামও গতবার একেবারে আনকোরা দল নিয়ে শুরু করেছিল। এ বছর তারই ফল পাচ্ছে।