Eliandro: দেশের ক্লাবে সই করলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন বিতর্কিত ফুটবলার

সবচেয়ে ব‍্যর্থ বিদেশি ব্রাজিলের এলিয়ান্দ্রো (Eliandro)৷ তাকে আনার কারণ বুঝতে পারেনি কেউই। চোট ছিলো তার৷ তাই নাকি পরিচিত ছন্দে খেলতে পারেনি তিনি, এমনটাই বলেছিলেন অনেকে।

East Bengal fans on colado and eliandro

চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের (East Bengal) বিদেশীদের পারফরম্যান্স একেবারে কহতব‍্য নয়। যে কয়েকজন বিদেশি ফুটবলার ধারাবাহিক ভাবে পারফরম্যান্স দিচ্ছেন তাদের মধ্যে অন‍্যতম একজন ক্লেটন সিলভা। দলের বাকী বিদেশি ফুটবলাররা নিজেদের মেলে ধরতে ব্যর্থ কার্যত, তারা প্রত‍্যাশিত ছন্দে খেলতে পারছেন না।

সবচেয়ে ব‍্যর্থ বিদেশি ব্রাজিলের এলিয়ান্দ্রো (Eliandro)৷ তাকে আনার কারণ বুঝতে পারেনি কেউই। চোট ছিলো তার৷ তাই নাকি পরিচিত ছন্দে খেলতে পারেনি তিনি, এমনটাই বলেছিলেন অনেকে।পরবর্তী সময়ে সমর্থকরা ক্ষেপে ওঠে তার পারফরম্যান্স দেখে, এবং তাকে শেষ অবধি লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দেয়।

Eliandro dos Santos Gonzaga

এবার এই ইস্টবেঙ্গলের এই চরম বিতর্কিত ফুটবলার সই করে ফেললেন অন‍্য ক্লাবে ।ব্রাজিলের একটি ক্লাব এএ ইন্টারন‍্যাশনাল ক্লাবে সই করলেন এলিয়ান্দ্রো। ইতিমধ্যে ইস্টবেঙ্গলের বিতর্কিত এই ফুটবলার তার দেশের একটি ক্লাবে সই করেছেন।

৩২ বছর বয়সী স্ট্রাইকার পজিশনে খেলেছেন এলিয়ান্দ্রো। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী খুব বেশি গোল করেননি। ২০০৯ থেকে সিনিয়র পর্যায়ে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন তিনি। নামকরা ক্লাবের হয়ে এসেছিল খেলার সুযোগ। খাতায় কলমে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন ক্রুজেইরোর সঙ্গে চুক্তিবদ্ধ। কিন্তু খুব কম ম্যাচেই মাঠে নেমেছিলেন। অধিকাংশ সময়ে তাঁকে লোনে পাঠানো হতো। অন্য ক্লাবে গিয়ে যে প্রচুর গোল করেছেন এমনটা নয়। পরিসংখ্যান অনুযায়ী, এক বছরে একাধিক ক্লাবে খেলছেন এলিয়ান্দ্রো‌।

থাইল্যান্ডের সমুত প্রাকান সিটির হয়ে খেলার পর এসেছিলেন ইস্টবেঙ্গলে। সেখানে ১৫ ম্যাচে ৩ গোল করেছেন বলে জানা যায়। শেষ তিনটি ক্লাবে সব মিলিয়ে খেলেছেন ৪১ ম্যাচ। করেছেন ১১ গোল। দেশের ক্লাবে কেমন পারফরম্যান্স দেন ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার, এখন সেটাই দেখার বিষয়।