ATK Mohun Bagan: জাতীয় দলে ডাকের হাতছানি মোহনবাগান তারকাকে

158
Vishal Kaith
Advertisements

চলতি মরশুমে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দেওয়া ফুটবলারের মধ্যে অন‍্যতম একজন দলের গোলকিপার বিশাল কাইথ (Vishal Kaith)। এবারের ইন্ডিয়ান সুপার লিগে এমন ম‍্যাচের সংখ‍্যা হয়তো খুব হাতে গোনা যেখানে বিশাল কাইথ ভালো পারফরম্যান্স দেননি। দল হয়তো কোনও ম‍্যাচে ভালো পারফরম্যান্স দেয়নি কিন্তু বিশাল কাইথ নিজেকে নিংড়ে দিয়েছেন।

Vishal Kaith

Advertisements

আবার এটিকে মোহনবাগানের জয় পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু ম‍্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশাল কাইথ। এমন দুরন্ত পারফরম্যান্স দেওয়ার সুবাদে ভারতের জাতীয় দলে ডাক পেতে চলেছেন বিশাল কাইথ। বিশাল কাইথের মতো একজন দারুণ প্রতিভাবান ফুটবলার কে জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত সেই বিষয় সহমত পোষণ করে বেশ কিছু ফুটবল বিশেষজ্ঞরা।

Advertisements

vishal kaith probable income at atk mohun bagan

ভারতের তিন কাঠির তলায় পরিচিত মুখ গুরপ্রীত সিং সান্ধু। তবে তিনি এখন ছন্দে নেই ,সেখানে এসময় অসামান্য ছন্দে আছেন বিশাল কাইথ। তার দেশের জার্সি গায়ে তিন কাঠি সামলানোর দাবী রাখে এই মুহূর্তে। শেষ অবধি বিশাল দেশের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পান কিনা এখন সেটাই দেখার বিষয়।

Advertisements