ডার্বি থেকে কামব্যাকের সম্ভাবনা দেখছিল সমর্থক সহ খেলোয়াড়রা৷ কিন্তু কোনও অষ্টম আশ্চর্যে জ্বলে উঠল না লাল-হলুদের মশাল৷ বরং লিগ টেবিলে দশম স্থানে থেকেই বিদায় নিতে হল ইস্টবেঙ্গলকে (East Bengal)। যুবভারতীতে দলের বিপর্যয়ের পরেই কোচ স্টিফেনক কনস্টান্টাটাইনকে ছেঁটে ফেলা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷
আরও পড়ুন: ATK Mohun Bagan: ডার্বির আগে ইস্টবেঙ্গল সম্পর্কে ‘বিস্ফোরক’ মোহন-তারকা পেত্রাতোস
তাঁকে নিয়ে দলের অন্দরে অসন্তোষ দেখা দিয়েছে সেটা আন্দাজ করতে পেরেছিলেন ব্রিটিশ কোচ৷ তাই যুবভারতীতে হারের পর জানিয়েছিলেন, ইস্টবেঙ্গলে সঙ্গে সুপার কাপ অবধি চুক্তি হয়েছে। ইস্টবেঙ্গলের তরফে যেহেতু তাঁর কোচিংয়ের মেয়াদ নিয়ে নিয়ে কোনও সিদ্ধান্ত করা হয়নি, সেকারণে এখনই কিছু বলতে চান না৷ তাই এখন সুপার কাপের দিকেই নজর দিতে চান তিনি৷
আরও পড়ুন: টাকার অভাবে সুযোগ থাকলেও ভালো ফুটবলার নিতে পারেনি ইস্টবেঙ্গল
কিন্তু দলের অন্দরেই তাঁকে নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। শোনা যাচ্ছে, দলের অনেকেই চাইছেন না স্টিফেনের মেয়াদ বাড়ানো হোক। এমনকি স্টিফেন থাকলে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে বেশ কয়েকজন খেলোয়াড়। তবে আলোচনায় বসে পরবর্তী মরশুম নিয়ে সিদ্ধান্ত নিতে চান ক্লাব কর্তারা৷ তবে কী ভালো মানের ফুটবলারদের দিকে পা বাড়াবে লাল হলুদ শিবির?
আরও পড়ুন: Stephen Constantine: বারবার কোচ পরিবর্তন নিয়ে ‘বিস্ফোরক’ ইস্টবেঙ্গলের হেডস্যার
যদিও দল নিয়ে ভারতীয় দলের প্রাক্তন কোচ জানিয়েছিলেন, যদি কোচ থাকেন এবং ক্লাব তার ওপর বিশ্বাস রাখলে, তাহলে আগামী মরশুমে ভালো বিদেশি এবং ভারতীয় ফুটবলার তিনি আনবেন। সেক্ষেত্রে দলের বাজেট বাড়াতেই হবে। না হলে এটিকে মোহনবাগান, মুম্বই, হায়দারাবাদের মত দলের বিরুদ্ধে ভাল ফলের আশা না করাই উচিত। এটা সাধারণ ব্যাপার। এটা বোঝার জন্য ফুটবল পন্ডিত হওয়ার দরকার নেই বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: East Bengal: ‘ব্যর্থ’ কোচ স্টিফেনকে সরানোর প্রক্রিয়া শুরু ইস্টবেঙ্গলের
কিন্তু প্রশ্ন হল, দলে সৌভিক চক্রবর্তী, অনিকেত যাদব, অমরজিৎ সিংদের মতো খেলোয়াড়দের কেন ব্যবহার করা হচ্ছে না? এর জন্য কে দায়ি? ম্যানেজমেন্ট নাকি একা কোচ৷ বিরাট বিপর্যয়ের পর খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকদের প্রশ্নের মুখে লাল হলুদ শিবির৷