IPL 2024 : শুটে বন্দ্যোপাধ্যায়ের রেকর্ডের কথা মনে করালেন ধোনির দলের ক্রিকেটার

আইপিএলে (IPL 2024) যে ব্যাটসম্যান ২৩ ম্যাচে ২১ রান করেছেন, সেই ক্রিকেটার রঞ্জি ট্রফিতে ১১ নম্বরে ব্যাট করতে নেমে করলেন সেঞ্চুরি। মুম্বইয়ের (Ranji Trophy 2024)…

IPL 2024

আইপিএলে (IPL 2024) যে ব্যাটসম্যান ২৩ ম্যাচে ২১ রান করেছেন, সেই ক্রিকেটার রঞ্জি ট্রফিতে ১১ নম্বরে ব্যাট করতে নেমে করলেন সেঞ্চুরি। মুম্বইয়ের (Ranji Trophy 2024) হয়ে তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande) এই অসাধারণ ইনিংস খেলেছেন। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ১১ নম্বরে ব্যাট করতে নেমে ১২৯ বলে ১২৩ রান করেন তিনি। তুষার দেশপাণ্ডের ইনিংসে ছিল ১০ টি চার ও ৮ টি ছক্কা। অর্থাৎ ১২৩ রানের মধ্যে ৮৮ রান করেছেন চার-ছয় মেরে।

২০২২ সালে চেন্নাই সুপার কিংস তাদের স্কোয়াডে তুষার দেশপাণ্ডেকে অন্তর্ভুক্ত করেছিল। বেস প্রাইস ২০ লক্ষ টাকায় ফাস্ট বোলার তুষার দেশপাণ্ডেকে দলের সঙ্গে যুক্ত করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। ২৩ ম্যাচে ২৫ উইকেট নিয়ে অনেকের প্রত্যাশার থেকেও হয়তো ভালো পারফরম্যান্স করে দেখিয়েছিলেন তুষার। শীঘ্রই তিনি চেন্নাই সুপার কিংসের প্লেয়িং ইলেভেনের নিয়মিত সদস্য হয়ে ওঠেন। চলতি ঘরোয়া ক্রিকেটে এই তুষার ব্যাট হাতে তুলেছেন ঝড়। করেছেন সেঞ্চুরি।

২৮ বছর বয়সী তুষার দেশপাণ্ডের আইপিএলে ২৩ ম্যাচে ২১ রান রয়েছে। সেই তিনি করলেন শতরান। তবে তুষার যে এই প্রথমবারের মতো ব্যাটিংয়ে ভালো করেছেন তা বলা যাবে না। আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে ২৩ ম্যাচে তাঁর কাছে ব্যাট করার এসেছে মাত্র ৩ বার। সর্বোচ্চ স্কোর ছিল ২০ রান। যে কারণে তুষার দেশপাণ্ডের সেঞ্চুরিকে প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্স মনে করা হলেও অলৌকিক কিছু যে নয় সেটা বলাই চলে।

বরোদার বিরুদ্ধে সেঞ্চুরির সময় ১০ নম্বর ব্যাটসম্যান তনুশ কোটিয়ানের (১২০) সঙ্গে ২৩২ রানের পার্টনারশিপ গড়েন তুষার দেশপাণ্ডে। এর আগে ১৯৪৬ সালে ইন্ডিয়ান্স বনাম সারে ম্যাচে চান্দু সরওয়াতে এবং শুটে বন্দ্যোপাধ্যায় এই কীর্তি করেছিলেন। দু’জনে যথাক্রমে ১০ ও ১১ নম্বরে ব্যাট করতে নেমে ২৪৯ রানের জুটি গড়েছিলেন।