ATK Mohun Bagan : ডার্বি জয়ের ‘হ্যাটট্রিক বয়ে’র ঝলক দেখতে মরিয়া সবুজ মেরুন জনতা

আগামী মঙ্গলবার ATK মোহনবাগান চলতি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টপার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামছে,বাম্বোলিমে। এই ম্যাচ নিয়ে মেরিনার্স ক্যাম্প এখন চূড়ান্ত প্রস্তুতির মুহুর্তে। এই…

আগামী মঙ্গলবার ATK মোহনবাগান চলতি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টপার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামছে,বাম্বোলিমে। এই ম্যাচ নিয়ে মেরিনার্স ক্যাম্প এখন চূড়ান্ত প্রস্তুতির মুহুর্তে। এই ইস্যুতে ATK মোহনবাগানের টুইট পোস্ট,”

হায়দ্রাবাদ এফসি 💥কে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি

   

#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL। “

লিগ টেবিলে মেরিনার্সরা এখন ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ISL টেবিলে ষষ্ঠ স্থানে।অন্যদিকে, হায়দরাবাদ ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে। ISL’র দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল হারিয়ে দুরন্ত ছন্দে থাকা ATK মোহনবাগান ১-১ গোলে ড্র করেছে, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।

ম্যাচের ৯ মিনিটে ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে যায় মেরিনার্স ক্যাম্প। কিন্তু বিধি বাম! ২৪ মিনিটে সবুজ মেরুন স্কোয়াডের অধিনায়ক প্রীতম কোটালের আত্মঘাতী গোলের সুবাদে মুম্বই ১-১ গোলের সমতায় ফিরে আসে। প্রীতম কোটালের ওই আত্মঘাতী গোল ম্যাচের টার্নিং পয়েন্ট।

ডার্বি ম্যাচ এবং মুম্বই সিটি এফসি ম্যাচে রয় কৃষ্ণ’র ATK মোহনবাগানের প্রথম একাদশে ঠাই হয় নি। মুম্বই’র বিরুদ্ধে ড্র করার পর প্রেস মিটে এসে সবুজ মেরুন হেডস্যার হুয়ান ফেরান্দো জানান,”ওর চোটের জন্য। তিন সপ্তাহ আগে ওডিশার বিরুদ্ধে ম্যাচে ৬২ মিনিটে ওর হ্যামস্ট্রিং সমস্যা শুরু হয়। হায়দরাবাদ, এসসি ইস্টবেঙ্গল কোনও ম্যাচেই খেলতে পারেনি। ও এখনও সুস্থ হয়ে ওঠেনি বলে স্কোয়াডে ছিল না। তবে ও দ্রুত সুস্থ হয়ে উঠছে।”তাই নিজামর্সদের বিরুদ্ধে মঙ্গলবার সবুজ মেরুন জার্সিতে আদৌ ‘ফিজিয়ান গোল্ডেন’ বয়কে দেখা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। 

ডার্বি ম্যাচে ‘হ্যাটট্রিক বয়’ কিয়ান নাসিরি ম্যাচের শেষ ৩৬ মিনিটে মাঠে নেমে ‘তাণ্ডব নৃত্য’ করে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে টানা ৫ ম্যাচ ডার্বি জয়ের মাইলস্টোন গেঁথে দিয়েছেন।মুম্বই’র বিরুদ্ধে ম্যাচেও নাসিরিকে খেলার শুরু থেকে নামায় নি হেডকোচ ফেরান্দো।

বাম্বোলিমে নিজামর্স’দের বিরুদ্ধেও প্রথম একাদশে কিয়ান নাসিরি থাকলেও খেলার শুরুতে ডার্বি ম্যাচের হ্যাটট্রিক বয় নামছেন না। কারণ পরিষ্কার যে, ম্যাচের শেষ ২০-৩০ মিনিটে কিয়ান নাসিরিকে নামিয়ে হুয়ান ফেরান্দো বিপক্ষ দলের বিরুদ্ধে একটা ‘সারপ্রাইজ অ্যার্টাক’ মুভমেন্টের বিকল্প করিডর খুলে রাখতে চাইছেন। সঙ্গে খেলার সংক্ষিপ্ত সময়ে নামিয়ে তরুণ প্রতিভাবান স্ট্রাইকার কিয়ান নাসিরির কনফিডেন্স গড়ে তুলতে চাইছেন।

প্রথম একাদশে বিপক্ষের লাইন আপের বিরুদ্ধে হুঠ করে নামিয়ে দিলে কিয়ান নাসিরি অহেতুক চাপে পড়ে যেতে পারে,সবুজ মেরুন সমর্থকদের প্রত্যাশার ফানুসে চুপসে গিয়ে। তাই শুরুতে নয়, খেলার সংক্ষিপ্ত সময়েই ডার্বি ম্যাচের হ্যাটট্রিক বয়ের জাদু দেখা যাবে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে।