East Bengal: ভারতীয় মহিলা ফুটবল লিগে ফের জয় লাল-হলুদ প্রমিলাবহিনীর

এবার জাতীয় মহিলা ফুটবল লিগে (Indian Women’s Football League) জয়ের ধারা অব্যাহত রাখল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। গত ম্যাচে কাহানি এফসি কে হারানোর পর আজ বিকেলে মাতা রুকমনি এফসিকে পরাজিত করল সুজাতা করের দল।

East Bengal Triumphs Over Mata Rukmini FC with 2-Goal Victory in Indian Women's Football League

এবার জাতীয় মহিলা ফুটবল লিগে (Indian Women’s Football League) জয়ের ধারা অব্যাহত রাখল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। গত ম্যাচে কাহানি এফসি কে হারানোর পর আজ বিকেলে মাতা রুকমনি এফসিকে পরাজিত করল সুজাতা করের দল। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল থাকে ২-০ গোল। লাল-হলুদের হয়ে গোল করেন যথাক্রমে মৌসুমি মুর্মু ও রিম্পা হালদার। আজকের এই জয়ের ফলে গোলাম ম্যাচের হতাশা ভুলে অনেকটাই আত্মবিশ্বাসী কলকাতার এই প্রধান।

উল্লেখ্য, এবারের জাতীয় লিগের শুরুটা খুব একটা ভালো ছিলনা লাল-হলুদের পক্ষে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গোকুলাম কেরালা এফসির কাছে মুখ থুবড়ে পড়তে হয়েছিল রত্না-রিম্পাদের। প্রথমার্ধে ভালো খেললেও শেষ পর্যন্ত ৫-০ গোলে ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের। তবে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার ছিল সকলের। সেইমতো দ্বিতীয় ম্যাচে কাহানি কে ১-০ গোলে পরাজিত করে ইস্টবেঙ্গল। তারপর এবার মাতা রুকমনিকে।

আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট প্রভাব ফেলতে দেখা যাচ্ছিল লাল-হলুদ কন্যাদের। একাধিকবার প্রতিপক্ষের রক্ষন ভেঙে ঢুকে যাচ্ছিল রিম্পা হালদার সহ দলের অন্যান্য তারকারা। যাদের সামলাতে গিয়ে রীতিমতো হিমসিম খেতে হচ্ছিল সকলকে। সেরকম ভাবেই ম্যাচের ঠিক ২৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোলে বল ঠেলে ১-০ ব্যবধানে দলকে এগিয়ে দেয় লাল-হলুদের মৌসুমি। তার গোলেই প্রথমার্ধের শেষে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

তারপর দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের তরফে আক্রমণের ধার বাড়ানো হলেও শেষ পর্যন্ত গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। বরং প্রতি আক্রমণ করে ম্যাচের ঠিক ৭৩ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল করেন রিম্পা। এরপর ও একাধিকবার গোলের সহজ সুযোগ আসলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে ব্যর্থ হয় উভয় পক্ষ। তারপর সময়ের শেষে ২ গোলের ব্যবধানে ম্যাচ পকেটে পুরে নেয় ইস্টবেঙ্গল।