Goddess Kali: দেবী কালীকে নিয়ে বিকৃতির জেরে ক্ষমা চাইল ইউক্রেন

দেবী কালীকে (Goddess Kali) নিয়ে টুইটের জেরে ক্ষমা চাইল ইউক্রেন। প্রসঙ্গত, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের টুইটার হ্যান্ডেলে সম্প্রতি বিস্ফোরণের পর ধোঁয়ার উপর দেবী কালীকে দেখা যাচ্ছে এমন ছবি প্রকাশ করেছিল।

Ukraine Apologizes for Distorting Image of Hindu Goddess Kali

দেবী কালীকে (Goddess Kali) নিয়ে টুইটের জেরে ক্ষমা চাইল ইউক্রেন। প্রসঙ্গত, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের টুইটার হ্যান্ডেলে সম্প্রতি বিস্ফোরণের পর ধোঁয়ার উপর দেবী কালীকে দেখা যাচ্ছে এমন ছবি প্রকাশ করেছিল।

এতে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে, সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন নেটিজেনরা। সমালোচনার মুখে পড়ে সেই টুইট মুছে ফেলা হয় এবং ক্ষমা চায় এওই দেশের বিদেশমন্ত্রক।

   

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা মঙ্গলবার দুঃখ প্রকাশ করে টুইট করেছেন। তিনি লিখেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের ‘বিকৃতভাবে’ দেবী কালীকে উপস্থাপনের জন্য আমরা ‘দুঃখিত’।

জাপারোভা টুইটে করে লেখেন, ‘আমরা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকে হিন্দু দেবী কালীকে বিকৃতভাবে চিত্রিত করার জন্য দুঃখিত। ইউক্রেন এবং এর জনগণ অনন্য ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে এবং সমর্থনের প্রশংসা করে। চিত্রটি ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের চেতনায় সহযোগিতা আরও বাড়ানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ।’

উল্লেখ্য গত ৩০ এপ্রিল, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক ‘ওয়ার্ক অফ আর্ট’ বা ‘শিল্পের কাজ’ ক্যাপশন দিয়ে একটি ছবি টুইট করেন। সেখানে দেবী কালীর ছবির সঙ্গে বিস্ফোরণের ছবি চিত্রণ করেন ইউক্রেনের শিল্পী মাকসিম প্যালেনকোর।

ছবিটিতে, দেবী কালীকে বিখ্যাত আমেরিকান অভিনেত্রী মেরিলিন মনরোর ফ্লাইং স্কার্ট ছবির আদলে দেখানো হয়। আর তাতেই ক্ষুব্ধ নেটিজেনরা।