Malda: অভিষেক মালদায় ঢোকার আগেই বিরাট মিছিলে শক্তি দেখাল সিপিআইএম

কোচবিহার থেকে যে ঘটনার সূত্রপাত তার জের চলেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। এবার অভিষেকের গন্তব্য উত্তরবঙ্গের সর্বশেষ জেলা (Malda) মালদা। তাঁর সফরের আগেই এই জেলায় মহামিছিল করে শক্তি প্রদর্শন করল (CPIM) সিপিআইএম।

Malda: CPIM shows strength with huge rally before Abhishek Banerjee enters Malda

তৃণমূল কংগ্রেস (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) উত্তরবঙ্গ জুড়ে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে তীব্র বিড়ম্বনায়। তাঁর সবকটি সভায় গণভোটে ভালো প্রার্থী বাছাই ঘিরে মারামারি, ব্যালট লুঠের ঘটনা ঘটছে।

কোচবিহার থেকে যে ঘটনার সূত্রপাত তার জের চলেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। এবার অভিষেকের গন্তব্য উত্তরবঙ্গের সর্বশেষ জেলা (Malda) মালদা। তাঁর সফরের আগেই এই জেলায় মহামিছিল করে শক্তি প্রদর্শন করল (CPIM) সিপিআইএম।

মঙ্গলবার মালদার মানিকচকে জেলা বামফ্রন্টের বিশাল মিছিল দেখে রাজনৈতিক মহলে আলোচনা তীব্র বিজেপি নয় পঞ্চায়েত ভোটে শাসক তৃণমূলের সাথেই মূল লড়াই হতে চলেছে সিপিআইএমের।

মানিকচকে সিপিআইএমের মিছিলে অংশ নেন জেলা সম্পাদক অম্বর মিত্র, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ সহ মালদা জেলা বামফ্রন্টের নেতৃত্বগণ। জেলা সিপিআইএম জানাচ্ছে, দুর্নীতিগ্রস্থ তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে পরাস্ত করতে ও জনগণের পঞ্চায়েত গড়ে তুলতে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Malda: CPIM shows strength with huge rally before Abhishek Banerjee enters Malda

সম্প্রতি প্রতিবেশি জেলা মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে পরাজিত হয় তৃ়ণমূল কংগ্রেস। জয়ী হয় বাম-কংগ্রেস জোট। ভোট ফলাফলে দেখা যায় এই বিধানসভার ১১ পঞ্চায়েতের মধ্যে দশটিতেই তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে।

সাগরদি়ঘিতে শাসকদলের পরাজয়ের পরেই প্রতিবেশি জেলা মালদায় একের পর এক পঞ্চায়েতে তৃ়নমূল ছেড়ে কংগ্রেস ও বাম শিবিরে যোগদান চলেছে। কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল মালদা ও মুর্শিদাবাদ দুই জেলা। কংগ্রেস নেতাদের দাবি, দুই জেলাতেই ফের দল চাঙ্গা হতে শুরু করেছে। পঞ্চায়েত ভোটে সেই প্রভাব পড়বে।