পুজোতে মিলবে তো টয় ট্রেনে ওঠার সুযোগ?

  আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই চলে আসবে বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো। বছরের মাত্র এই ৪-৫টা দিনকে ঘিরে মানুষের কত প্ল্যান। তারমধ্যে রয়েছে খাওয়া…

 

আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই চলে আসবে বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো। বছরের মাত্র এই ৪-৫টা দিনকে ঘিরে মানুষের কত প্ল্যান। তারমধ্যে রয়েছে খাওয়া ডায়ক, জামা কাপড়, সর্বপরি কোথায় ঘুরতে যাওয়া হবে তা নিয়ে চলে বিস্তর আলোচনা।

যদি আপনারও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে আপনার জন্য রইল সুখবর। আপনিও যদি পুজোতে টয় ট্রেনের মজা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে পাড়ি দিতে হবে দার্জিলিং।
যদিও পুজোর মরশুমে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এনজেপি-দার্জিলিং (Darjeeling) টয়ট্রেনের সমস্ত টিকিট আপাতত বিক্রি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আরও কয়েকশো মানুষ টিকিট কেটে ওয়েটিংয়ে রয়েছেন।

এদিকে ডিএইচআর সূত্রে খবর, ১৫ অক্টোবরের পরে কিছু টিকিট এখনও মিলছে। কিন্তু যা বোঝা যাচ্ছে, তাতে সেই টিকিটও খুব শীঘ্রই ফুরিয়ে যাবে। পর্যটন ব্যবস্থা ও পর্যটকদের কথা মাথায় রেখে পুজোর সময় নতুন ট্রেন দেওয়ার কথা চিন্তাভাবনা করছে ডিএইচআর।

এ বিষয়ে ডিএইচআরের ডিরেক্টর একে মিশ্রা বলছেন, অক্টোবর মাসের ১৫ দিনের টিকিট বুকিং হয়ে ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে। আশা করি দীপাবলিতেও টয়ট্রেনের চাহিদা একইরকম থাকবে। প্রয়োজন বুঝে বাড়তি ট্রেন দেওয়া যেতে পারে।

পুজোর সময় প্রতি বছরই পাহাড়ে পর্যটক আসে। তাই টয়ট্রেনের চাহিদাও থাকে। কিন্তু এবার তা অন্যবারের রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলে মনে করছে রেল। ডিএইচআর কর্তাদের অনুমান, অক্টোবর মাসের পরবর্তী ১৫ দিনের টিকিটও খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। তাই এই সময়কালের জন্যে যদি বাড়তি ট্রেন দিতে হয় তার জন্যে কী কী করণীয় তা নিয়ে রেলকর্তারা ইতিমধ্যে আলোচনাও সেরে ফেলেছেন।

পর্যটন ব্যবসায়ীদের কাছেও টয়ট্রেন নিয়ে খোঁজখবর করছেন পর্যটকরা। কিন্তু টিকিট বিক্রি হয়ে গিয়েছে শুনে হতাশ হচ্ছেন অনেকেই। তাই পুজোয় বাড়তি টয়ট্রেন চালানো হোক, চাইছেন পর্যটন ব্যবসায়ীরাও। শিলিগুড়ির পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল বলছেন, টয়ট্রেন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে। অনেকেই খোঁজখবর করছেন। তাঁর মতো অনেকেই দাবি তুলছেন, আরও বেশি করে টয়ট্রেন চালানোর।