High Court: অধিকারী পরিবারের মানহানির মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের

অধিকারী পরিবারের মানহানির মামলায় হাইকোর্টে (High Court) স্বস্তিতে কুণাল। সৌমেন্দুর করা কাঁথি আদালতে শুনানিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে কুণালের সশরীর উপস্থিতিও মকুব করেছিল হাইকোর্ট।

suvendu-kunal

অধিকারী পরিবারের মানহানির মামলায় হাইকোর্টে (High Court) স্বস্তিতে কুণাল। সৌমেন্দুর করা কাঁথি আদালতে শুনানিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে কুণালের সশরীর উপস্থিতিও মকুব করেছিল হাইকোর্ট। এদিন ওই মামলাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট।

উল্লেখ্য, বিজেপি-র বুথ সভাপতিকে অপহরণ এবং খুনের অভিযোগকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে পূ্র্ব মেদিনীপুরের ময়না। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে ময়নায় পথ অবরোধ করে বিজেপি।

সেখানেই হাজির হয়ে আগামিকাল ময়নায় ধর্মঘটের ডাক দেন শুভেন্দু। এই হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারি হাসপাতালের বদলে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিহত বিজেপি নেতার ময়নাতদন্ত করানোর দাবিও জানিয়েছেন।

পুলিশ পথ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে শুভেন্দু অধিকারী গিয়ে জাতীয় সড়ক আটকে না রাখার জন্য দলীয় কর্মী সমর্থকদের অনুরোধ করার পরেই অবরোধ ওঠে।