Odisha FC: লাল-হলুদের হাত থেকে এই দুই তারকাকে ছিনিয়ে নিতে চায় ওডিশা

চলতি ফুটবল মরশুমের প্রথমভাগে খুব একটা আহামরি পারফরম্যান্স করতে পারেনি ওডিশা এফসি (Odisha FC)। আইএসএলের কথা মাথায় রেখে স্প্যানিশ কোচ জোসেফ গাম্বাউকে দলের দায়িত্বে আনা হলেও খুব একটা আহামরি কিছু করতে পারেনি তার দল।

Odisha FC Eyes Two Star Players from East Bengal

চলতি ফুটবল মরশুমের প্রথমভাগে খুব একটা আহামরি পারফরম্যান্স করতে পারেনি ওডিশা এফসি (Odisha FC)। আইএসএলের কথা মাথায় রেখে স্প্যানিশ কোচ জোসেফ গাম্বাউকে দলের দায়িত্বে আনা হলেও খুব একটা আহামরি কিছু করতে পারেনি তার দল।

হিরো ইন্ডিয়ান সুপার লিগের নক আউটের ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। তারপরেই জোসেফ গাম্বাউ কে দল থেকে ছেটে ফেলে হয়। পরবর্তীতে ক্লিফোর্ড মিরান্ডার হাতে দলের দায়িত্ব তুলে দেয় ওডিশা ম্যানেজমেন্ট। তার হাত ধরেই এবার বেঙ্গালুরু এফসি কে পরাজিত করে সুপার কাপ চ্যাম্পিয়ন হয় দিয়াগো মরিসিওরা। পাশাপাশি প্রথম ভারতীয় কোচ হিসেবে সুপার কাপ জয় করেন মিরান্ডা।

তবে এখানেই শেষ নয়। নিজেদের কঠিন প্রতিপক্ষ কে হারিয়ে এএফসি কাপে ও সুযোগ করে নেয় এই ওডিশা এফসি। যারফলে, অন্যান্য দলগুলোর ক্ষেত্রে ফুটবল মরশুম শেষ হয়ে গেলেও এখন এএফসি কাপে ভালো রেজাল্ট করার জন্য মুখিয়ে ওডিশা শিবির।

পাশাপাশি গত আইএসএলের ব্যর্থতা ভুলে আগামী মরশুমের জন্য নিজেদের সেরা একাদশ তৈরি করতে চায় তাদের ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নাকি লাল-হলুদের নজরে থাকা দুই তারকা ফুটবলার কে ছিনিয়ে নিতে চায় এবারের সুপার কাপ বিজয়ীরা। সূত্র মারফত জানা গিয়েছে, মুম্বাই সিটির তারকা ফুটবলার বিনিত রাই ও সেই দলের প্রাক্তন ফুটবলার তথা অধিনায়ক মুর্তাজা ফলকে আগামী মরশুমের জন্য সই করাতে চায় ওডিশা।

তবে এক্ষেত্রে এই দুই ফুটবলারকে দলে টানার দৌড়ে ইমামি ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে থাকলেও মনে করা হচ্ছে, দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি এএফসি কাপ খেলার লোভনীয় সুযোগের কথা উল্লেখ করে বিনিত-মুর্তাজাকে দলে টানতে চাইছে গাম্বাউয়ের এই প্রাক্তন ক্লাব। তবে কি এবার মশাল ব্রিগেডের হাত থেকে তারকাদের ছিনিয়ে নিয়ে যাবে ওডিশা? এখন সেটাই দেখার।