East Bengal: লিগের কোয়ার্টার ফাইনালের আগে জন্মদিনেই দায়িত্ব ছাড়লেন ইস্টবেঙ্গল কোচ

এবারের ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। কোচ সুজাতা করের হাত ধরে অপরাজিত ভাবে কন্যাশ্রী কাপ জিতে এই দল।

East Bengal and Misaka Share Points in National Women's League Match with a Draw

এবারের ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। কোচ সুজাতা করের হাত ধরে অপরাজিত ভাবে কন্যাশ্রী কাপ জিতে এই দল। তারপর বাংলার প্রথম দল হিসেবে জাতীয় লিগ খেলার সুযোগ চলে আসে তাদের কাছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তার আগেই একাধিক কারন দেখিয়ে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা শোনা গিয়েছিল মহিলা দলের এই কোচের থেকে। যা শুনে রীতিমতো চমকে গিয়েছিল সকলে। তবে শেষ পর্যন্ত ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে উঠে আসে সমাধান সূত্র। যারফলে, নিজের পদত্যাগ পত্র ফিরিয়ে নিয়ে জাতীয় লিগ খেলতে দলের সাথে উড়ে যান তিনি।

East Bengal women's football team coach Sujata Kar

তবে ফের ছন্দপতন এবার। আজ নিজের জন্মদিনেই ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সুজাতা।  যা এক কথায় অবাক করার মতো ঘটনা। চলতি লিগের শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে নিজেদের পুরোনো ছন্দে ফিরেছে গোটা দল। কাহানি থেকে শুরু করে মাতা রুক্মিনী ও মুম্বাই নাইটসের মতো দলগুলিকে পরাজিত করতে সক্ষম হয়েছে লাল-হলুদ ব্রিগেড। শেষের দিকে মিসাকার সঙ্গে ড্র করলেও পরবর্তীতে হোপস এফসি কে ১-০ গোলে পরাজিত করে ইমামি ইস্টবেঙ্গল।

যারফলে, আগামী ১৬ ই মে জাতীয় মহিলা লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে রিম্পা-রত্নারা। তার আগেই দল থেকে পদত্যাগ। এক কথায় বলতে গেলে অবাক করার মতোই বিষয়। তাহলে কি ফের কোচের সঙ্গে আলোচনায় বসবেন ক্লাবের সাবেক কর্তারা? এই নিয়ে এখনো কিছুই জানা যায়নি। তবে কোচের অনুপস্থিতিতে দলের পারফরম্যান্সে যে প্রভাব আসবে, তা বলাই চলে।