East Bengal: দল নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ক্লাব কর্মকর্তারা

Officials from Emami and East Bengal Club shaking hands
File Picture

চলতি আইএসএলে (ISL) ইস্টবেঙ্গলের (East Bengal) পারফরম্যান্স খুব একটা ভালো নয়। এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগে মাত্র ৫ টা জয় পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। স্বাভাবিক ভাবেই দলের এহেন পারফরম্যান্স দেখে অখুশি সমর্থকরা। শুধুমাত্র সমর্থকরাই নয়।তাদের পাশাপাশি অখুশি ক্লাবের সদস‍্যরাও। এর ফলে ইস্টবেঙ্গলের হোম ম‍্যাচে মাঠ প্রায় ফাঁকা থাকে।

আরও পড়ুন: Bratya Basu: ওয়েটিং লিস্টে অনেকের ওএমআর শিটে গণ্ডগোল রয়েছে: শিক্ষামন্ত্রী

   

ইস্টবেঙ্গলের সদস্যদের এই উদাসীনতা দেখে আশঙ্কিত লাল-হলুদের কর্মকর্তারা। তারা এই বিষয়ে বৈঠক সেরেছেন ইতিমধ্যে। সেই বৈঠকে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবে বেহাল দশা দেখে উদ্বেগ হয়ে বেশ কিছু সদস্য সমর্থকরা চিঠি পাঠিয়েছে ক্লাব সচিবকে। এবিষয় ১৮ ফেব্রুয়ারি ক্লাব টেন্টে সরাসরি তাদের মতামত ব্যক্ত করবে লাল হলুদ কর্মকর্তারা।

আরও পড়ুন: Batya Bose: টিএমসি যুবনেতা কুন্তলের বাড়িতে ওএমআর শিট মিলতেই দায় ঝাড়লেন মন্ত্রী

আরও দুটো যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেই গুলো হলো আগামী ১৭ ফেব্রুয়ারি সদ‍্য প্রয়াত দলের দুই প্রাক্তন অধিনায়ক শ‍্যামল ঘোষ এবং পরিমল দে’র স্মরণ সভা আয়োজন করা হবে।এছাড়া ১৮ জানুয়ারি ক্লাব টেন্টে নব নির্মিত লাইব্রেরি উদ্বোধন করা হবে। তবে এদিনের সভায় মূল আলোচ‍্য বিষয় ছিল সদস্য সমর্থকদের এই উদ্বিগ্নতা।

আরও পড়ুন: ATK Mohun Bagan: বিদায় নিশ্চিত মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর

অন‍্যদিকে বৃহস্পতিবার ভালো খেলেও নর্থইস্টের বিরুদ্ধে ম‍্যাচে ড্র করে সন্তুষ্ট থাকতে হলো ইস্টবেঙ্গকে। খেলা শেষ হয় ৩-৩ গোলে।ম‍্যাচে ইস্টবেঙ্গলের তরফে জোড়া গোল করেন ক্লেটন সিলভা, একটি গোল করেছিলেন জেক জার্ভিস। নর্থইস্টের তরফে তিনটি গোল করেছিলেন যথাক্রমে গগৈ, জিতিন এবং ইমরান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন