ATK Mohun Bagan: বিদায় নিশ্চিত মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর

এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বর্তমান পরিস্থিতি খুবই সঙ্গীন। সমর্থকরা ভীষণ রেগে আছেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দোর উপর।

juan ferrando

এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বর্তমান পরিস্থিতি খুবই সঙ্গীন। সমর্থকরা ভীষণ রেগে আছেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দোর উপর।মরশুমের শুরু থেকেই দলে একজন প্রপার বক্সের স্ট্রাইকার না রেখে দল গঠন করেছিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো, এর ফলে তীব্র ক্ষোভের সঞ্চার হয় সবুজ মেরুন সমর্থকদের মনে।

আরও পড়ুন: ATK Mohun Bagan: জামশেদপুরের বিরুদ্ধে ম‍্যাচে চোট পেলেন মোহনবাগানের গুরুত্বপূর্ণ ফুটবলার

মরশুমের শুরুর দিকে জনি কাউকো থাকায় দলের আক্রমণ ভাগের ফুটবলাররা গোল করার জন্যে একটা দারুণ নির্ভরতা পাচ্ছিলো। যার ফলে ওই সময় গোল করতে সমস্যা হচ্ছিলো না এটিকে মোহনবাগানের। পরিস্থিতি বদলায় জনি কাউকো যখন চোট পেলেন ।বলা চলে গোটা দলটার অবনতি ঘটেছিলো। পরবর্তী সময়ে অনেকেই মনে করেছিলেন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে একজন স্ট্রাইকার নিয়ে আসবে এটিকে মোহনবাগান,কিন্তু দলের কোচ হাটলেন উল্টো পথে,নিয়ে এলেন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার ফ্রেডরিকো গ‍্যালেগোকে।

আরও পড়ুন: SSC scam: সুবীরেশের বিরুদ্ধে হাইকোর্টের একগুচ্ছ নির্দেশে মাথায় হাত ‘বড়মাথা’দের

এর জেরে আরও ক্ষোভ বাড়ে দলের সমর্থকদের। দল টানা জয়হীন,ইদানিং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম‍্যাচে হারের পর দলের সমর্থকদের ক্ষোভের উগড়ে দিতে দেখা গেছিলো দলের কর্ণাধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে।সমর্থকদের দাবি ছিলো জুয়ান ফেরান্দোকে সরিয়ে কোচের পদে নিয়ে আসা হোক সার্জিও লোবেরা।এ বার বর্তমান যা পরিস্থিতি তাতে জুয়ান ফেরান্দোর বিদায় এখন খালি সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: Tripura Election 2023: ১৫১ চাকরিহীন শিক্ষক-শিক্ষিকার মৃত্যুতে ত্রিপুরার ভোট গরম, বিজেপি নীরব

শোনা যাচ্ছে এই মরশুমের এটিকে মোহনবাগানের আইএসএলের শেষ ম‍্যাচটা কোচ জুয়ান ফেরান্দোর সবুজ মেরুন শিবিরে থাকার শেষ দিন।অবশ্য কোনও ভাবে যদি দলকে ফাইনালে তুলতে পারেন, তাহলে হয়তো ম‍্যানেজমেন্ট সরে দাড়াতে পারে এই সিদ্ধান্ত থেকে।কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দলের তাতে প্লে অফের ম‍্যাচের আগেই হয়তো ফেরান্দোকে সরিয়ে দিতে পারে সবুজ-মেরুন শিবির।