Kolkata: বালিগঞ্জের পর বড়বাজারে উদ্ধার রাশি রাশি নোটের বাণ্ডিল

বুধবার কলকাতার ( Kolkata) কসবার এক নির্মাণ সংস্থার অফিস থেকে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর বালিগঞ্জ থেকে এক কোটি টাকা উদ্ধার করে পুলিশ।

black money recovered from Kolkata

বুধবার কলকাতার ( Kolkata) কসবার এক নির্মাণ সংস্থার অফিস থেকে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর বালিগঞ্জ থেকে এক কোটি টাকা উদ্ধার করে পুলিশ। শুক্রবার ফের মিলল কাড় কাড়ি নোটের বাণ্ডিল। বালিগঞ্জের পর বড় বাজার থেকে মিলল রাশি রাশি টাকা। হাওয়ালা চক্রের সঙ্গে লক্ষ লক্ষ টাকা যুক্ত রয়েছে বলে সন্দেহ পুলিশের। এখনও অবধি ৩৫ লক্ষ টাকার হদিশ মিলেছে। গ্রেফতার করা হয়েছে দুজনকে।

আরও পড়ুন: SSC scam: সুবীরেশের বিরুদ্ধে হাইকোর্টের একগুচ্ছ নির্দেশে মাথায় হাত ‘বড়মাথা’দের

লালবাজার সূত্রে খবর, পোস্তা থানার৭/১ বাবুলাল লেনে অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ এবং গুণ্ডা দমন শাখা। তল্লাশি অভিযান চালিয়ে এখনও অবধি ৩৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই জনকে জিজ্ঞাসাবাদের পর কোনও সদুত্তর না মেলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: Tripura Election 2023: মোদীর সফরের আগেই ‘গ্যাস’ দেবে বলেছে বিজেপি, মানিকের দাবি ফের জুমলা

পুলিশের অনুমান, হাওয়ালা মাধ্যমে এই টাকা পাচারের যোগ মিলেছে। কিন্তু এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখা যাচ্ছে। এর সঙ্গে অন্য কোনও দিক যুক্ত রয়েছে কি না, খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: Sujata Mondal-Soumitra Khan: সৌমিত্রকে নিয়ে ফের তথ্য ফাঁস করলেন টিএমসি নেত্রী সুজাতা

এর আগে বুধবার কসবার একটি নির্মাণ সংস্থার অফিসে হানা দিয়ে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করে ইডি। সেই টাকার সঙ্গে কয়লা পাচারের যোগ রয়েছে। এমনটাই দাবি করা হয়েছে ইডির তরফে। এমনকি প্রেস বিবৃতিতে কালো টাকা সাদা করার জন্য এক প্রভাবশালী মন্ত্রী যুক্ত রয়েছে বলেও দাবি করেছে তদন্তকারী সংস্থা। এরপর গড়িয়াহাটে এক গাড়ি থেকে এক কোটি টাকা উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার শহরের আরও একতি জায়গা থেকে উদ্ধার হল রাশি রাশি টাকা।