ATK Mohun Bagan: নতুন কোচ ঠিক করে ফেলল মোহনবাগান, জানুন বিস্তারিত

আন্তোনিও হাবাসের মতো অভিজ্ঞ কোচকে ছেড়ে দিয়ে অনেক আশা নিয়ে জুয়ান ফেরান্দোকে (Juan Ferrando) কোচ করে এনেছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।

ATK-Mohunbagan

আন্তোনিও হাবাসের মতো অভিজ্ঞ কোচকে ছেড়ে দিয়ে অনেক আশা নিয়ে জুয়ান ফেরান্দোকে (Juan Ferrando) কোচ করে এনেছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই স্প‍্যানিশ কোচের উপর দারুণ ভরসা করেছিলো এটিকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট ।কিন্তু তিনি তাদের সমস্ত ভরসা জল ঢেলে দিয়েছেন একপ্রকার। এএফসি কাপ এবং ডুরান্ডকাপের মতো টু্র্ণামেন্টে খারাপ পারফরম্যান্সের পর এখন সবুজ-মেরুন শিবিরের আইএসএলের প্রথম ছয়ে শেষ করা খুবই কঠিন।

আরও পড়ুন: East Bengal: দল নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ক্লাব কর্মকর্তারা

দায়িত্ব নেওয়ার পর নতুন করে টিম বানান জুয়ান ফেরান্দো। কোনও স্ট্রাইকার নেননি তিনি। উল্টে ছেড়ে দিয়েছেন রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামসের মতো তারকাদের। আইএসএলে অংশগ্রহণকারী এগারোটা দলের প্রত‍্যেকটাতে কমবেশি স্ট্রাইকার আছে, কিন্তু এটিকে মোহনবাগানে একটিও স্ট্রাইকার নেই। বিষয়টি দেখে চটেছে সমর্থকরাও।

আর হয়তো আইএসএলের বাদবাকি কয়েকটি ম‍্যাচেই জুয়ান ফেরান্দোকে কোচ হিসেবে দেখা যাবে এটিকে মোহনবাগানের।তারপর তার বিদায় নিশ্চিত। এরপর এটিকে মোহনবাগানের কোচ কে হবেন ?

আরও পড়ুন: Batya Bose: টিএমসি যুবনেতা কুন্তলের বাড়িতে ওএমআর শিট মিলতেই দায় ঝাড়লেন মন্ত্রী

ইতিমধ্যে তালিকায় উঠে এসেছে দুজনের নাম। প্রথম জন ক্লাবের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এটিকে এবং এটিকে মোহনবাগানের কোচের ভূমিকা পালন করেছেন। কোচ হিসেবে জিতেছেন আইএসএল। শোনা যাচ্ছে তিনি এখন ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন। যদি তাকে ফিরিয়ে আনা হয়, তাহলে সেই সিদ্ধান্ত খুব একটা খারাপ হবে না।

আরও পড়ুন: ATK Mohun Bagan: বিদায় নিশ্চিত মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর

এছাড়া আরও একটা নাম উঠে আসছে। তিনি হলেন লোবেরা। তার কোচিংয়ে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি দুর্দান্ত ফুটবল খেলেছিলো। এফসি গোয়ার ৬০ ম‍্যাচ কোচ ছিলেন, সেখানে ৩৩ টা ম‍্যাচ জিতেছিলেন, ৬ টা ম‍্যাচ ড্র করেছিলেন, হেরেছিলেন ১৬ টা ম‍্যাচে। মুম্বই সিটি এফসিও দারুণ খেলেছে তার কোচিংয়ে। তবে বিষয় হলো তিনি সিটি গ্রুপের কোচ। সেই সিটি গ্রুপ ছেড়ে তিনি এটিকে মোহনবাগানে আসবেন কিনা সেটাই এখন বিরাট প্রশ্নচিহ্ন।