এই একটি ব্যাপারে East Bengal বাকিদের গোল দিতে পারে

ইস্টবেঙ্গল (East Bengal) দল শেষ পর্যন্ত কেমন হবে সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে। এটা যেমন দুশ্চিন্তার বিষয় হতে পারে, তেমনই হতে পারে অন্য দলের মাথা ব্যথার…

ইস্টবেঙ্গল (East Bengal) দল শেষ পর্যন্ত কেমন হবে সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে। এটা যেমন দুশ্চিন্তার বিষয় হতে পারে, তেমনই হতে পারে অন্য দলের মাথা ব্যথার কারণ। এখন পুরোটাই দাঁড়িয়ে রয়েছে ‘ক্লিক’ করার ওপর। 

এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল কর্তারা যে ফুটবলারদের নিশ্চিত করেছেন তাঁদের অধিকাংশই জাতীয় স্তরে আনকোরা। আগামী দিনে জাতীয় স্তরে খেলার মতো রসদ তাঁদের রয়েছে। ঠিক মতো পরিচর্যা করলে এনারাই আগামী দিনের সম্পদ হয়ে উঠতে পারেন। আর তা না হলে টুর্নামেন্ট ক্রম তালিকায় ফের বিপদের মুখে পড়তে পারে ক্লাব।

নতুন ফুটবলার প্রতিপক্ষ দলের কাছে অজানা প্রশ্নপত্র সমান। সেই সঙ্গে থাকবেন বিদেশি ফুটবলাররা। স্কোয়াডে কোন কোন বিদেশি ফুটবলারদের কর্তারা যুক্ত করেন সেটাও দেখার বিষয়। ফুটবল বিশেষজ্ঞদের একাংশ মনে করেন যে ইন্ডিয়ান সুপার লিগে মূলত বিদেশিরাই তফাৎ গড়ে দেন। 

ঘরোয়া লিগের সৌজন্যে প্রায় প্রতি মরসুমে এক বা একাধিক ফুটবলার ফুটবল প্রেমীদের নজর কাড়েন। ইস্টবেঙ্গল কর্তারা এখনও পর্যন্ত স্থানীয় যে ফুটবলারদের রিক্রুট করেছেন তাঁরাও প্রতিভাবান। তৃণমূল স্তরের ফুটবলে একটা সমস্যা থেকেই যায় – ফিটনেস সমস্যা। ফিটনেসের অভাব ইস্টবেঙ্গলকে আগেও ভুগিয়েছে। ফলত নতুন দল যেমন ক্লাবের জন্য ভালো হতে পারে, তেমনই বুমেরাং হয়েও ফিরে আসতে পারে।