East Bengal: ম্যাচ ফিরছে ঘরের মাঠে, কবে কার সঙ্গে খেলবে মশালবাহিনী?

গতকাল ওয়েস্টবেঙ্গল পুলিশকে ৪-২ গোলে হারিয়ে কলকাতা লিগে প্রথম জয় তুলে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যা দেখে খুশি সকলেই।

East Bengal practice ground

গতকাল ওয়েস্টবেঙ্গল পুলিশকে ৪-২ গোলে হারিয়ে কলকাতা লিগে প্রথম জয় তুলে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যা দেখে খুশি সকলেই। প্রথম ম্যাচে রেনবো এফসির সঙ্গে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করলেও কাল গোটা ম্যাচ জুড়ে দাপিয়ে খেলেছে লাল-হলুদ ব্রিগেড। যা দেখে খুশি সকলেই।

কিন্তু প্রশ্ন ছিল আবার কবে ঘরের মাঠে খেলতে নামবে দল? নিজেদের ক্লাবে বসে আবার কবে খেলা দেখতে পারবেন সমর্থকরা? এই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। পূর্বে ওয়েস্টবেঙ্গল পুলিশের ম্যাচটি ইস্টবেঙ্গলের ক্লাবের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা সরিয়ে নিয়ে যাওয়া হয় নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে। তবে এবার ক্লাবের মাঠে খেলা নিয়ে উঠে আসল নয়া তথ্য।

যতদূর জানা গিয়েছে, আগামী ২৪ জুলাই দুপুর ৩টের সময় নিজেদের ঘরের মাঠে বিএসএসের মুখোমুখি হবে দীপ-তুহিনরা। মাঠের বদল করা হলেও বদলে যায়নি ম্যাচের সময় নির্ধারিত ৩টে থেকে ৩বেজে ৩০ মিনিটের মধ্যেই রাখা হয়েছে ম্যাচের সময়। তবে শুধু এই একটা ম্যাচ ই নয়। পরবর্তীতে আগামী ২৭শে জুলাই নিজেদের ঘরের মাঠেই ইস্টার্ন রেলওয়ের মুখোমুখি হতে হবে ইমামি ইস্টবেঙ্গলের জুনিয়র দলকে। যা শুনে খুশি আপামর সমর্থকরা। তবে শুধু ইস্টবেঙ্গল ই নয়। নিজেদের ঘরের মাঠে ম্যাচ খেলবে আরেক প্রধান মোহনবাগান।

সূচি অনুসারে, আগামী ২৫ জুলাই নিজেদের ঘরের মাঠে কালিঘাট এমএসের বিরুদ্ধে খেলবে মোহনবাগান সুপারজায়ান্টস। যার জন্য মুখিয়ে আপামর সবুজ-মেরুন সমর্থকরা। একইভাবে ২২ জুলাই কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব। সব মিলিয়ে বলতে গেলে ও বহুদিন পর আবারও চেনা ছন্দে দেখা যেতে চলেছে কলকাতা ময়দান কে। পূর্বে একাধিক ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তাই আগামী ২২ ই জুলাইয়ের ম্যাচ যেন বাড়তি পাওয়া তাদের কাছে।