KLO: বারবার ‘রক্তগঙ্গা’ হুমকি দিচ্ছে জঙ্গি জীবন সিংহ, মমতার সফরে কড়া নিরাপত্তা

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ফের পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে হুঁশিয়ারি দিল কেএলও (KLO) জঙ্গি সংগঠনের প্রধান জীবন সিংহ। গোপন ডেরা (অসম/ভুটান?) থেকে পাঠানো ভিডিও বার্তায়…

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ফের পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে হুঁশিয়ারি দিল কেএলও (KLO) জঙ্গি সংগঠনের প্রধান জীবন সিংহ। গোপন ডেরা (অসম/ভুটান?) থেকে পাঠানো ভিডিও বার্তায় জীবন সিংহ ফের বলেছে রক্তগঙ্গা বইয়ে দেব। একইরকম হুমকি বিধানসভা ভোটে ফল ঘোষণার পরেই দিয়েছিল আত্মগোপনকারী জঙ্গি নেতা।

সোমবার থেকে উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সফরের আগেই কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) প্রধান জীবন সিংহর ভিডিও বার্তা নিছক নাকি আদৌ এর কোনও সম্ভাবনা আছে কিনা খতিয়ে দেখছে সিআইডি ও আইবি।

জীবন সিংহর নির্দেশে ২০০২ সালে জলপাইগুড়ির ধূপগুড়িতে হামলা চালিয়েছিল কেএলও। পাঁচ সিপিআইএম কর্মীকে খুন করে তারা। তবে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার বাম আমলে ধৃত ধূপগুড়ি হামলার জঙ্গিরা জামিন পায়। এরপর দীর্ঘ সময় কেএলও নেতা নীরব ছিল।

একুশের বিধানসভা ভোটের পর থেকে জীবন সিংহ ভিডিও বার্তায় আসছে। এবার তার বক্তব্য, কোচবিহারের ভারতচুক্তি অনুযায়ী ‘গ’ শ্রেণীভুক্ত রাজ্য হিসাবে মান্যতা দেওয়ার কথা। তাই পশ্চিমবঙ্গের সরকারের কোচ ও কামতাপুরের ওপর কোনও অধিকার থাকে না। কোচবিহারের মানুষ বৃহত্তর কামতাপুর গঠন করবে। এখানকার মানুষ নিজেরাই নিজেদের ভাগ্য ঠিক করবে।

জঙ্গি নেতার হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি কোচ কামতাপুরে পা দেবেন না। এই মাটিতে আমাদের অধিকার আগে। বহু দিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের শাসন সহ্য করে আসছি। জোর করে কিছু চাপিয়ে দিলেন পরিণাম ভয়ঙ্কর হবে। কামতাপুরের মানুষের কাছে অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে উন্নয়নের কথা ভুলে যাবেন না। খাল কেটে কুমির আনবেন না। আমরা মাথানত করিনি। আমরা কামতাপুর থেকে বহিরাগত সরকারকে উৎখাত করব।