Mamata Banerjee: বহিরাগত আমদানি করে বাংলায় অশান্তির চেষ্টার অভিযোগ মুখ্যমন্ত্রীর

হাওড়ার পর হুগলির রিষড়া। রাজ্যে পরপর হিংসার ঘটনার জন্য বিরোধীদের প্রশ্নের মুখে রাজ্যের শাসক দল। তবে বিরোধীদের মুখ বন্ধ করতে সোমবার সরকারি কর্মসূচি থেকে আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)।

West Bengal Chief Minister Mamata Banerjee addressing the press conference on Ram Navami celebrations

হাওড়ার পর হুগলির রিষড়া। রাজ্যে পরপর হিংসার ঘটনার জন্য বিরোধীদের প্রশ্নের মুখে রাজ্যের শাসক দল। তবে বিরোধীদের মুখ বন্ধ করতে সোমবার সরকারি কর্মসূচি থেকে আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। তিনি বলেন, একমাস আগে পার্টি অফিসে বসে প্ল্যান করেছে। মুঙ্গের থেকে এনেছে বন্দুক বাহিনী। রামনবমীর ঝামেলা নিয়ে আরও একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, পুলিশের ইতিবাচক ভূমিকার জন্য পরিস্থিতি আয়ত্তে আনা গেছে।

Birbhum: মমতা দায়িত্ব নিতেই তৃণমূল ছেড়ে বামে ঢুকলেন শত শত সংখ্যালঘু

রামনবমীর মিছিল নিয়েও এদিন মুখ খুলতে দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে। তিনি বলেন, ধর্মীয় মিছিলে কেন অস্ত্র থাকবে? কেন ট্রাক্টর আনা হয়েছিল? উন্মত্তের মত মিছিল হবে? সব বহিরাগতদের তাণ্ডবের জন্য আনা হয়েছিল, মুঙ্গের থেকে সব আমদানী হয়েছে। পুলিশ ওই দিন প্রথমে ট্যাক্টফুলি খেলেছে। তারপর শান্তি ফিরেছে। বিজেপিকে কটাক্ষ করে মমতার বার্তা, এরপর আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসছে। কী করবে ওরা। সবে তে শুধু কমিটি পাঠাচ্ছে। গণতন্ত্র বলে কিছু নেই, কোউ কোনও কথা বলবে না।

Hanuman Jayanti: পুলিশে ‘ভরসা’ হারিয়ে আধাসেনা ঘেরাটোপে বাংলায় হনুমান জয়ন্তী

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, হাওড়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল। তাতে বহু মানুষের মৃত্যু হতে পারত। কিন্তু পুলিশ অত্যন্ত বুদ্ধি করে গোটা পরিস্থিতি সামাল দিয়েছে। মমতার সংযোজন, সব বিষয়ে হিউম্যান রাইটস, মহিলা কমিশন কীসের জন্য? গণতন্ত্র বলে আর কিছু নেই।

একইসঙ্গে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গেও মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজ সকাল থেকেই ফেক নিউজ চালানোর চেষ্টা হয়েছে। সিপি-কে বলব তদন্ত করুন। আই লাভ কেওড়াতলা? শ্মশান আবার কেউ ভালবাসে নাকি? মিথ্যে কথা এরকম কিছুই হয়নি। সারাক্ষণ শুধু মিথ্যে কথা বলা। ফেক নিউজের জন্য আইন আছে।