The Kashmir Files 2.0: মোদীর বিরুদ্ধে ক্ষোভ উগরে পালাচ্ছেন ৬০-৭০ শতাংশ কাশ্মীরি পণ্ডিত

কাশ্মীরের (Kashmir) পরিস্থিতি ঠিক নেই। আরও জঙ্গি হামলার আশঙ্কায় প্রধানমন্ত্রীর যোজনার অধীনে কর্মরত কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে সরকার৷ পরিসংখ্যান…

Kashmiri Pandits Begin To Leave

কাশ্মীরের (Kashmir) পরিস্থিতি ঠিক নেই। আরও জঙ্গি হামলার আশঙ্কায় প্রধানমন্ত্রীর যোজনার অধীনে কর্মরত কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে সরকার৷

পরিসংখ্যান বলছে ইতিমধ্যেই ৬০ থেকে ৭০ শতাংশ কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর ছেড়ে জম্মু চলে গেছেন। অনেকেই জম্মুতেই বদলি চেয়ে বসেছেন। কিন্তু সরকার তাতে রাজি নয়।

তাঁদের বক্তব্য, এবার পরিস্থিতি ১৯৯০ সালের থেকেও খারাপ৷ অনন্তনাগে কর্মরত এক পণ্ডিতের কথায়, যখন ১৯৯০ সালে আমাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তখন পরিস্থিতি এতটা খারাপ ছিল না। তখন বোঝা যাচ্ছিল কারা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এখন আমরা এখন ভয়ে বাইরে বের হতেই পারছি না।

এই ভয়ের কারণেই প্রায় সাড়ে ৫ হাজার কাশ্মীরি পণ্ডিত কাশ্মীর ছাড়তে বাধ্য হয়েছে। প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কাশ্মীরি পণ্ডিত কাশ্মীর ছেড়েছেন।
উল্লেখ্য, কাশ্মীরে একে পর এক সংখ্যালঘু হত্যার পরেই তৎপর হয়েছে প্রশাসন। নিরাপত্তা বাহিনী এবং জম্মুর প্রশাসনের উদ্দেশ্যে কেন্দ্রের কড়া বার্তা, এই মুহুর্তে যারা প্রত্যন্ত অঞ্চলে কর্মরত রয়েছেন, তাঁদেরকে জেলা সদরে নিয়ে আসা হোক।

একসঙ্গে এতজন পণ্ডিতদের কাশ্মীর ত্যাগ রাজনৈতিক ভাবে বড় প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে কেন্দ্রের সরকারকে।কাশ্মীরের হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ মোদী সরকার। এই প্রশ্নবাণে বিদ্ধ করার চেষ্টা করছে বিরোধীরা। সরব হয়েছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে অমিত শাহের ইস্তফা চাইছেন তিনি।