East Bengal: তিন পয়েন্ট ঘরে তুলতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড, কী বলছেন বিনো জর্জ?

এই সময় দাঁড়িয়ে আইএসএলের (ISL) পরবর্তী রাউন্ডে যাওয়া অনেকটাই চাপের ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। গত কয়েক ম্যাচে পরাজিত হওয়ার দরুণ অনেকটাই বদলে গিয়েছে পরিস্থিতি।…

East Bengal Brigade Hungry for Three Points in ISL Showdown

এই সময় দাঁড়িয়ে আইএসএলের (ISL) পরবর্তী রাউন্ডে যাওয়া অনেকটাই চাপের ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। গত কয়েক ম্যাচে পরাজিত হওয়ার দরুণ অনেকটাই বদলে গিয়েছে পরিস্থিতি। এখন বাকি প্রত্যেকটি ম্যাচ জিততে পারলেই পরবর্তী রাউন্ডে যাওয়া সম্ভব হবে তাদের পক্ষে। সেইমতো আগামীকাল তাদের লড়াই করতে হবে শক্তিশালী কেরালা ব্লাস্টার্স দলের বিপক্ষে।

বলাবাহুল্য, গত ফুটবল মরশুমের মতোই এবছর দারুণ ছন্দে রয়েছে কেরালা। বলতে গেলে এবারের আইএসএল জয়ের অন্যতম দাবিদার দক্ষিণের এই ফুটবল দল। তাদের পরাজিত করতে গেলে লাল-হলুদ ব্রিগেডকে যে যথেষ্ট বেগ পেতে হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তবুও দলের লড়াই করার কথাই জানিয়ে গেলেন সহকারী কোচ বিনো জর্জ।

আগেই জানা গিয়েছিল যে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকবেন না হেড কোচ কার্লোস কুয়াদ্রাত। তাই জুনিয়র দলের কোচের পাশাপাশি ফুটবলারের মধ্য দিয়ে সম্পন্ন হল আজকের এই সাংবাদিক বৈঠক। যেখানে, প্রতিপক্ষ দলের প্রসঙ্গে যথেষ্ট ইতিবাচক থাকতে দেখা যায় বিনো জর্জকে।

আগামীকালের এই ম্যাচে দল যে মূলত ৩ পয়েন্ট পাওয়ার জন্যই মাঠে নামবে সে কথা পরিষ্কার করে দিয়েছেন তিনি। পাশাপাশি দলের চোটাঘাতের প্রসঙ্গে প্রশ্ন করা হলে জুনিয়র দলের কোচ বলেন, নন্দকুমারের বিষয়ে আপনারা সকলেই জানেন। সেই নিয়ে বিবৃতি ও জারি করেছে ক্লাব কর্তৃপক্ষ। তবে বাকি ফুটবলাররা মোটামুটি ভাবে রয়েছেন দলের সঙ্গে। সমস্ত কিছু বিচার বিবেচনা করে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়াও এই সাংবাদিক বৈঠক থেকে উঠে আসে জুনিয়র ফুটবলারদের প্রসঙ্গ। উল্লেখ্য, এই আইএসএলে সায়ন ব্যানার্জি থেকে শুরু করে অজয় ছেত্রী, পিভি বিষ্ণু এবং আমনের মতো ফুটবলাররা নজর কেড়েছেন ব্যাপকভাবে। পাশাপাশি গত কয়েকদিন আগে শ্যামল বেসড়া থেকে শুরু করে মোহিতোষ রায়ের মতো ফুটবলারদের ও প্রমোট করা হয়েছে দেশের প্রথম সারির এই লিগে। তাদের নিয়েও যথেষ্ট আশাবাদী লাল-হলুদ কোচ।