শ্রীভূমি কে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল

অবশেষে এলো সাফল্য। আজ তেহট্ট স্টেডিয়ামে আইএফএ ওমেনস শিল্ডের ফাইনাল খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গলের মহিলা দল। প্রতিপক্ষ ছিল সঠিক শ্রীভূমি এফসি। নির্ধারিত সময়ের পরিপ্রেক্ষিতে তাদের…

Moshal Girls East Bengal F

অবশেষে এলো সাফল্য। আজ তেহট্ট স্টেডিয়ামে আইএফএ ওমেনস শিল্ডের ফাইনাল খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গলের মহিলা দল। প্রতিপক্ষ ছিল সঠিক শ্রীভূমি এফসি। নির্ধারিত সময়ের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ৫-০ গোলে ম্যাচ জিতে নেয় মশাল ব্রিগেড। দলের হয়ে গোল করেন যথাক্রমে তুলসী হেমব্রম ও বর্নালী কাড়ার। এই নিয়ে মরশুমে দ্বিতীয় খেতাব জয় করল ইমামি ইস্টবেঙ্গলের মহিলা দল।

গত সেমিফাইনাল ম্যাচে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কে ব্যাপক ব্যবধানে হারানোর পর আজকের ম্যাচ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল লাল-হলুদ ফুটবলাররা। সেই থেকেই এবার শিল্ড জয়। আজকের ম্যাচের শুরুটা যথেষ্ট ভালো করলেও তা ধরা রাখা সম্ভব হয়নি শ্রীভূমি দলের পক্ষে। সময় যতো এগিয়েছে ম্যাচের রাশ টেনেছে লাল-হলুদ ফুটবলাররা। ম্যাচের ঠিক ১৩ মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোল করেন তারকা ফুটবলার তুলসী হেমব্রম। প্রতিপক্ষের ডিফেন্স চিড়ে উঠে এসে আচমকাই বল জালে জড়িয়ে দেন তিনি। যারফলে, ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তারপর ১৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোল। এবার গোল করেন বর্নালী কাড়ার। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল দল।

তারপর দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফের আক্রমণ শুরু করে লাল-হলুদ। প্রায় ৪৭ মিনিটের মাথায় তুলসীর পা থেকে উঠে আসে দ্বিতীয় গোল। তারপর মাঝের কিছুটা সময় শ্রীভূমি আক্রমণে উঠলে ও কোনো প্রভাব ফেলতে পারনি পরিসংখ্যানে। তার বদলে ৭৭ ও ৮২ মিনিটে দুটি গোল করেন সেই তুলসী হেমব্রম। নির্ধারিত সময়ের শেষে সেই ব্যবধানেই জেতে ইস্টবেঙ্গল। যারফলে, বর্তমানে খুশির আমেজ লাল-হলুদের অন্দরে।