দুমড়ে গেল করমণ্ডল এক্সপ্রেস, বহু যাত্রীকে নিয়ে আশঙ্কা

বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে করমন্ডল এক্সপ্রেস। মৃত্যুর আশঙ্কা। (coromandel express) বেশিরভাগ কামরা লাইনচ্যুত। মালগাড়ির সাথে ধাক্কা। বহু যাত্রী আটকে। তাদের টেনে বের করার চেষ্টা চলছে।…

Coromandel Express train derailed

বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে করমন্ডল এক্সপ্রেস। মৃত্যুর আশঙ্কা। (coromandel express) বেশিরভাগ কামরা লাইনচ্যুত। মালগাড়ির সাথে ধাক্কা। বহু যাত্রী আটকে। তাদের টেনে বের করার চেষ্টা চলছে। ভয়াবহ পরিস্থিতি।

করমণ্ডলের ভিতর বীভতস পরিস্থিতি। বেশিরভাগ যাত্রী বাঙালি। খড়্গপুর থেকে গেছে উদ্ধারকারী দল। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। হাওড়ার শালিমার স্টেশন শুক্রবার দুপুরে ট্রেনটি ছাড়ে। রেলের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

জানা গেছে, দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সওয়া ৫টায়। সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালেশ্বরে।

ওড়িশার বহঙ্গা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। তবে ট্রেন দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী বলেন, “বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসে কিছু একটা হয়েছে। আমরা কোনও ভাবে এখনও কিছু জানতে পারিনি। জানার চেষ্টা করছি। জানা মাত্রই জানানো হবে।”

 জানা যাচ্ছে, করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে একই লাইনে এসে পড়ে একটি মালবাহী ট্রেন। দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রবল এই সংঘর্ষে তিনটি বাদে করমণ্ডল এক্সপ্রেসের সবকটি বগি লাইনচ্যুত হয়। কার্যত ছিটকে গিয়ে কামরাগুলো পড়ে লাইনের বাইরে।

দুর্ঘটনার তীব্রতা ও ভয়াবহতা দেখে আশঙ্কা করা হচ্ছে, হতাহতের আশঙ্কা রয়েছে। জানা যাচ্ছে, শালিমার থেকে চেন্নাইয়ের পথে যাচ্ছিল ট্রেনটি।