Durand Cup: ফের বদলে গেল ম্যাচের সময়, কবে খেলতে নামছে ইস্টবেঙ্গল

বর্তমানে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন চলার দরুন বদলে গিয়েছে একাধিক টুর্নামেন্টের সময় সূচি। যার মধ্যে প্রথমেই উঠে আসে কলকাতা লিগের কথা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ…

East Bengal scouts young footballer from Jamshedpur FC for team formation

বর্তমানে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন চলার দরুন বদলে গিয়েছে একাধিক টুর্নামেন্টের সময় সূচি। যার মধ্যে প্রথমেই উঠে আসে কলকাতা লিগের কথা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নিজেদের ঘরের মাঠে ওয়েস্টবেঙ্গল পুলিশের বিরুদ্ধে মাঠে নেমে প্রিমিয়ার লিগে অভিযান শুরু করার কথা ছিল ইস্টবেঙ্গল ক্লাবের।

তবে ভোট চলার পাশাপাশি নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেওয়ায় বদলে ফেলা হয় সেই ম্যাচের সময়। নয়া নির্দেশিকা অনুযায়ী আগামী ১৭ ই জুলাই সেই ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল দল। সেইমতো অনুশীলন চালাচ্ছে বিনো জর্জের ছেলেরা। তবে সমস্যা যেন কিছুতেই কাটছে না লাল-হলুদের উপর থেকে। দলের ভরসাযোগ্য একাধিক ফুটবলারদের দেখা দিয়েছে চোট আঘাতের মত সমস্যা। বিশেষ করে জেসিন টিকে থেকে শুরু করে রোশল ও মহিতোষের মতো ফুটবলারদের কে পাওয়া যাবে না আগামী কয়েক সপ্তাহ।

যা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে লাল-হলুদ কোচ কে। এসবের মাঝেই এবার ফের বদলে গেল ম্যাচের দিনক্ষণ। তবে কলকাতা লিগ নয়। বদলে গেল ডুরান্ড কাপের ম্যাচের সময় ও স্থান। গত কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে ডুরান্ড কাপের সময় সূচি। যেখানে এবার মুখোমুখি হতে দেখা যাবে দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান কে।

সেই নিয়ে এখন থেকেই প্রবল উন্মাদনা দেখা দিয়েছে দুই পক্ষের তরফ থেকে। তবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে গতবারের আইলিগ জয়ী দল রাউন্ডগ্লাস পাঞ্জাবের সঙ্গে একটি ম্যাচ খেলার কথা ছিল লাল-হলুদ শিবিরের। যেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের মাঠে। যা নিয়ে রীতিমতো অখুশি ছিল লাল-হলুদ কর্তারা।

সেইমতো এবার বদলে গেল ম্যাচের সময় ও মাঠ। নয়া ঘোষণা অনুসারে আগামী ১৬ আগস্ট পাঞ্জাবের মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। অর্থাৎ ১৯ শে আগস্ট আয়োজিত হতে চলা ম্যাচের সময় এগিয়ে দেওয়া হল এবার। পাশাপাশি মোহনবাগান মাঠের পরিবর্তে এটি আয়োজিত হতে চলেছে কিশোরভারতী স্টেডিয়ামে। তবে শুধু এই ম্যাচ ই নয়। ডুরান্ড ডার্বির দিনক্ষণ নিয়ে ও এখন দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। হয়ত এবার বদলে দেওয়া হতে পারে সেই ম্যাচের ও সময়সূচী।