Transfer Window: এবার এই তরুণ প্রতিভার উপর নজর জামশেদপুর এফসির

গত আইএসএল মরশুমটা খুব একটা ভালো যায়নি জামশেদপুর এফসির (Jamshedpur FC) পক্ষে। শুরুর দিকে সমস্ত কিছু চলন সই থাকলেও পরবর্তীতে বদলাতে থাকে দলের পরিস্থিতি।

Sanan Mohammed football

Transfer Window: গত আইএসএল মরশুমটা খুব একটা ভালো যায়নি জামশেদপুর এফসির (Jamshedpur FC) পক্ষে। শুরুর দিকে সমস্ত কিছু চলন সই থাকলেও পরবর্তীতে বদলাতে থাকে দলের পরিস্থিতি। একের পর এক ম্যাচে ধরাশায়ী হতে থাকে জামশেদপুর। মাঝখানে একবার ঘুরে দাঁড়াতে সক্ষম হলেও তা সাময়িক থেকেছে। তারপর আবার সেই আগের মতোই পরিস্থিতি। যারফলে, শেষ পর্যন্ত লিগ টেবিলের দশ নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয় একবারের লিগ শিল্ড জয়ী এই দলকে।

তবে সুপার কাপের ক্ষেত্রে একেবারেই বদলে যায় পরিস্থিতি। প্রথম ম্যাচ থেকেই কোচ বুথরয়েডের হাত ধরে লড়াকু মেজাজে ধরা দেয় চিমা চুকুদের জামশেদপুর। আইএসএলে তলানিতে থাকলেও দেশের এই কাপ টুর্নামেন্টে এসে আইএসএল জয়ী দল এটিকে মোহনবাগান কে ধরাশায়ী করে দেয় ঋত্বিকরা। একটা সময় তাদের কেই এবার সুপার কাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে ধরা হলেও শেষ টা তেমন হয়নি। পরবর্তীতে সেমিফাইনালে আটকে যেতে হয় তাদের। তবে সেসব এখন অতীত। আগত ফুটবল মরশুমের কথা ভেবে এবার নতুন করে নিজেদের মেলে ধরতে মরিয়া জামশেদপুর এফসি।

তবে ইশান পন্ডিতার মতো তারকার দল ছেড়ে দক্ষিণের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকলেও নিজেদের সাধ্যমতো পুরোনো দলকেই ধরে রাখতে মরিয়া তাদের ম্যানেজমেন্ট। বিশেষ করে তরুণ প্রজন্মের ফুটবলারদের জন্য বিশেষ মঞ্চ তৈরি করে দিতে বেশি করে জোর দিতে থাকে এই ক্লাব। সেই ভাবনা নিয়েই দেশের উদীয়মান ফুটবল তারকা তথা বাংলার প্রতিভা ঋত্বিক দাসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে এই ক্লাব। এছাড়াও চিমা চুকু থেকে শুরু করে একাধিক ফুটবলারদের সাথে ও বাড়নো হয় চুক্তির মেয়াদ।

পাশাপাশি নতুন খেলোয়াড়দের সুযোগ দিতেও মরিয়া জামশেদপুর। সেইমতো এবার তাদের নজর পড়েছে রিলায়েন্স ইয়ং চ্যাম্পসের তরুণ ফুটবলার সানান মহম্মদের দিকে। মূলত উইঙ্গার হিসেবে বিবেচত হলেও যেকোনো সময় উঠে আসতে পারেন একজন দক্ষ ফরোয়ার্ডের মতো। এবার বছর উনিশের এই তারকা কে পেতে মরিয়া এই ফুটবল ক্লাব।