IPL 2024: মাঠেই হার্দিকের ‘ক্লাস’ নিলেন রোহিত! ভাইরাল ছবি

আইপিএল ২০২৪-এর (IPL 2024) অষ্টম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বইকে ৩১ রানে হারিয়েছে হায়দরাবাদ। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের এটি টানা দ্বিতীয়…

Rohit Sharma's On-Field Confrontation with Hardik Pandya Sparks

আইপিএল ২০২৪-এর (IPL 2024) অষ্টম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বইকে ৩১ রানে হারিয়েছে হায়দরাবাদ। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের এটি টানা দ্বিতীয় পরাজয়। প্রশ্নের মুখে পড়েছেন হার্দিক পান্ডিয়া।

একদিকে সমর্থকরা হার্দিক পান্ডিয়াকে নিয়ে ট্রোল করছেন, অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও ম্যাচের পরে হার্দিকের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার ছবি।

হার্দিক পান্ডিয়া সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোল হচ্ছেন। এর আগে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৬ রানে হারের মুখ দেখতে হয়েছিল এমআই-কে। হায়দরাবাদ পান্ডিয়ার দলকে হারাল ৩১ রানে। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক পোস্টে দেখা যাচ্ছে, আকাশ আম্বানির সঙ্গে কথা বলছেন রোহিত শর্মা। এই সময় তিলক ভার্মার সঙ্গে আরও এক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। পরে ঘটনাস্থলে পৌঁছে যান হার্দিক পান্ডিয়াও। এরপরই হার্দিককে বোঝাতে শুরু করেন রোহিত শর্মা।

ভক্তরা বলছেন, ম্যাচ চলাকালীন কারও কথা শোনেন না হার্দিক। রোহিতের মতামত ছাড়াই তিনি অধিনায়কত্ব করেন, যে কারণে মুম্বাই পরপর দু’টি ম্যাচ হেরেছে। আবার অনেকের ধারণা, হার্দিককে অধিনায়ক করে এখন আফসোস করছে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট।

মুম্বাই ও হায়দরাবাদের মধ্যকার এই ম্যাচে দুই দলই প্রচুর রান করেছে। প্রথমে ব্যাট করে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান তোলে হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ স্কোর। ৪ জন ব্যাটসম্যান হায়দরাবাদের হয়ে ঝোড়ো ইনিংস খেলেছেন। তবে লক্ষ্য যতই বিশাল হোক না কেন হাল ছাড়েনি মুম্বাই ইন্ডিয়ান্স। লড়াই করলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স।