Carles Cuadrat: খাবরা প্রসঙ্গে এবার কী বললেন লাল-হলুদ কোচ? জানুন

ইন্ডিয়ান সুপার লিগের গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। বহু অপেক্ষার অবসান ঘটিয়ে সেই ম্যাচেই নিজেদের দ্বিতীয় জয়…

Coach Carles Cuadrat Harmanjot Singh Khabra

ইন্ডিয়ান সুপার লিগের গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। বহু অপেক্ষার অবসান ঘটিয়ে সেই ম্যাচেই নিজেদের দ্বিতীয় জয় পেয়েছিল কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) ছেলেরা। প্রথম জয় তাদের এসেছিল হায়দরাবাদ এফসির বিপক্ষে। তারপর সেই জয়।

পূর্বে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে কেরালা, গোয়া ও চেন্নাইন এফসির মতো ক্লাবের বিপক্ষে এগিয়ে থেকে ও শেষ রক্ষা করতে পারেনি কলকাতার এই প্রধান। এখন এই ছন্দ ধরে রাখাই অন্যতম উদ্দেশ্য ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দলের। আগামীকাল নিজেদের ঘরের মাঠে তাদের খেলতে হবে টুর্নামেন্টের নয়া দল তথা গতবারের আইলিগ জয়ী দল পাঞ্জাব এফসির বিপক্ষে।

আরও পড়ুন:  East Bengal: লাল-হলুদ জার্সিতে খেলা হল না বাংলাদেশি ফুটবলারের

তবে গত ম্যাচে এখনো পর্যন্ত তাদের সবথেকে বড় ব্যবধানে জয় আসলেও খেলোয়াড়দের চোট থাকার দরুণ যথেষ্ট চিন্তা থেকে যাচ্ছে সকলের। গত নর্থ ইস্ট ম্যাচ চলাকালীন চোট পান লাল-হলুদের ঘরের ছেলে তথা বহু যুদ্ধের নায়ক হরমনজোত সিং খাবরা। পরবর্তীতে তাকে মাঠে দেখা গেলেও আগের মতো নয়। একেবারে বড়সড় ব্যান্ডেজ পরিহিত অবস্থায় দেখা যায় দলের এই দাপুটে ফুটবলারকে। গতকাল তাকে নিয়েই এবার বিশেষ বিবৃতি জারি করে মশাল ব্রিগেড। যেখানে এখন কিছুদিন তাকে অবজারভেশনে রাখার কথা বলা হয়। এবার দলের এই দাপুটে ফুটবলারকে নিয়ে মুখ খুললেন লাল-হলুদ কোচ।

আরও পড়ুন: East Bengal: খাবরাকে নিয়ে বিশেষ বিবৃতি দিল মশালবাহিনী 

আজ পাঞ্জাব ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গতকালের পরীক্ষার পর দেখা গেছে যে খাবরার চোট যথেষ্ট গুরুতর। এখন তিনি গোটা মরশুমের জন্য মাঠের বাইরে কিনা তা বলা মুশকিল। তবে এখন তার ঠিক কেমন চিকিৎসা হবে তা পুরোটাই খতিয়ে দেখছে ইমামি ইস্টবেঙ্গল মেডিক্যাল টিম। যা শুনে হতাশ সকলেই।