এবার ED-র স্ক্যানারে মুখ্যমন্ত্রীর মেয়ে, কেঁপে গেল রাজ্য

লোকসভা ভোটের আগে এবার আরও এক বিরোধী মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে সরব হল ইডি (ED)। জানা গিয়েছে, এবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে ইডির স্ক্যানারে উঠে…

লোকসভা ভোটের আগে এবার আরও এক বিরোধী মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে সরব হল ইডি (ED)। জানা গিয়েছে, এবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে ইডির স্ক্যানারে উঠে এল।

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী কন্যা বীণা বিজয়নের (Veena Vijayan) বিরুদ্ধে মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণা বিজয়ন, তাঁর তথ্যপ্রযুক্তি সংস্থা এক্সেলোসিক সলিউশনস এবং আরও কয়েকজনের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি জানিয়েছে, বেসরকারি খনিজ সংস্থা কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল) বীণার তথ্যপ্রযুক্তি সংস্থা এক্সালজিক সলিউশনসকে বেআইনিভাবে ১.৭২ কোটি টাকা দিয়েছে। বীণা ছাড়াও তাঁর সংস্থা এবং আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। এই মামলার সঙ্গে জড়িতদের সমন জারি করবে সংস্থাটি। সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের (এসএফআইও) অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করেছে ইডি। এসএফআইও হ’ল কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের তদন্ত শাখা।