Loksabha Election 2024: প্রার্থী পদ না পেয়ে আত্মহত্যা রাজ-নেতার

লোকসভা ভোটের (Loksabha Election 2024) টিকিট না পেয়ে সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করেছিলেন নেতা। এবার সেই নেতার মৃত্যু হল হাসপাতালে। তামিলনাড়ুর বিখ্যাত এমডিএমকে সাংসদ গণেশমূর্তি আজ…

লোকসভা ভোটের (Loksabha Election 2024) টিকিট না পেয়ে সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করেছিলেন নেতা। এবার সেই নেতার মৃত্যু হল হাসপাতালে। তামিলনাড়ুর বিখ্যাত এমডিএমকে সাংসদ গণেশমূর্তি আজ বৃহস্পতিবার ভোর পাঁচটায় মারা গেছেন।

গত রবিবার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে অক্ষম হলেন। বলা হচ্ছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের টিকিট না পাওয়ায় অবসাদে ভুগছিলেন গণেশমূর্তি। সেই কারণেই আত্মহত্যার মতো গুরুতর পদক্ষেপ নেন তিনি। এরপর দীর্ঘ যমে মানুষে টানাটানির পর আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তামিলনাড়ুর মারুমালারচি দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম-র সদস্য এ গণেশমূর্তি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এমডিএমকে-র গণেশমূর্তি ইরোড আসন থেকে সাংসদ নির্বাচিত হন। এবার ইরোড আসন থেকে লড়ছে ডিএমকে। এমন পরিস্থিতিতে গণেশমূর্তিকে সুযোগ দেওয়া হয়নি। বলা হচ্ছে, এ কারণে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। রবিবার ২৪ মার্চ নিজের বাড়ির নারকেল গাছে ব্যবহৃত কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি৷ এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি৷ তাঁকে কোয়েম্বাটুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়৷ এ অবস্থায় হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।