Rainfall: মেঘে ঢাকল আকাশ, বাংলায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পর বাংলার অনেক জেলায় আবহাওয়া মনোরম হয়ে উঠেছিল। কিন্তু নতুন করে জ্বালাপোড়া গরমের কারণে সকলের অবস্থা বেহাল হয়ে গিয়েছে। যদিও…

হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পর বাংলার অনেক জেলায় আবহাওয়া মনোরম হয়ে উঠেছিল। কিন্তু নতুন করে জ্বালাপোড়া গরমের কারণে সকলের অবস্থা বেহাল হয়ে গিয়েছে। যদিও আজ আবারও অনেক জেলায় বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে বলে জানালো আলিপুর হাওয়া অফিস।

অনেক জেলাতেই বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দুপুরের পর কোথাও কোথাও বজ্রবিদ্যুত্‍-সহ ভারী বৃষ্টি হতে পারে। আগামী তিনদিন আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাসের সঙ্গে জলীয় বাষ্প রাজ্যে ঢুকে পড়ায় বর্তমানে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে।

আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আজ কলকাতাতে দমকা ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম এবং নদীয়া জেলায় আজ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা।