Transfer window: দল বদলের স্রোতে গা ভাসাতে পারেন বাংলার গোলকিপার

এবারের ট্রান্সফার উইন্ডো (Transfer window) খোলার পর থেকে যেন ঝড় উঠেছে। প্রায় প্রতি মুহূর্তে পাওয়া যাচ্ছে কোনো আপডেট, নয়তো শোনা যাচ্ছে কোনো জল্পনা।

goalkeeper Lara Sharma

এবারের ট্রান্সফার উইন্ডো (Transfer window) খোলার পর থেকে যেন ঝড় উঠেছে। প্রায় প্রতি মুহূর্তে পাওয়া যাচ্ছে কোনো আপডেট, নয়তো শোনা যাচ্ছে কোনো জল্পনা। একাধিক ফুটবলার দল বদল করেছেন ইতিমধ্যে। আরও হয়তো করবেন। এরই মধ্যে শোনা যাচ্ছে বাংলার এক গোলরক্ষকের নাম।

লারা শর্মার (Lara Sharma) জন্ম পশ্চিমবঙ্গে। তবে ময়দানের ফুটবল প্রেমীদের সবাই হয়তো তার নাম শোনেননি। কিছুটা আন্ডার রেটেড বলা যেতে পারে। বয়স খুব বেশি না হলেও বড় মঞ্চ তার দরকার। প্রতিভার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এখনও পর্যন্ত বড় কোনো সুযোগ পাননি। মাঠে নেমে প্রমাণ করার জন্য আরও কিছুটা সময় লারার দরকার। এখনও পর্যন্ত তিনি স্কোয়াডের ব্যাক আপ গোলকিপার হিসেবেই পরিচিত।

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী, ৬ ফুট ৪ ইঞ্চির এই গোলকিপার দল বদল করার ব্যাপারে আলোচনা চালাচ্ছেন। বিগত কয়েক মরসুম ধরে রয়েছেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবে। হাতেগোনা কয়েকটি ম্যাচে মাঠে নেমেছেন। পরিসংখ্যান অনুযায়ী, বেঙ্গালুরু ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ। এই ক্লাবে রয়েছেন সেই ২০২০ সাল থেকে। এখন লারার বয়স ২৩ বছর। মাঠে আরও কিছুটা সুযোগ পাওয়ার ব্যাপারে নিশ্চই আশা করে রয়েছেন। প্রাপ্ত খবর অনুযায়ী তিনি কথা চালাচ্ছেন কেরালা ব্লাস্টার্সের সঙ্গে।

লারা শর্মা আগে এটিকের রিজার্ভ দলে ছিলেন। ২০১৮-২০, এই সময়কালে এটিকে রিজার্ভ টিমের হয়ে বেশ কিছু ম্যাচে সুযোগ পেয়েছিলেন। সেই সময় নিজের জাত চিনিয়েছেন এই বঙ্গ তনয়। তারপর গিয়েছিলেন বেঙ্গালুরুতে। বেশিরভাগ সময় কেটেছে মাঠের বাইরে। যদিও ২০২২ সালে Durand Cup জয়ের স্বাদ পেয়েছিলেন টাটা ফুটবল অ্যাকাডেমির এই ছাত্র।