Hugo Boumous: এএফসি কাপের ম্যাচ নিয়ে ‘বিস্ফোরক’ মোহন-তারকা বুমোস

চলতি মাসের ২৩ তারিখ পাঞ্জাব এফসির (AFC Cup) বিপক্ষে জয় দিয়ে ইন্ডিয়ান সুপার লিগে অভিযান শুরু করেছিল মোহনবাগান সুপারজায়ান্টস। সেই ধারাই বজায় থাকল গতকাল। নির্ধারিত…

Hugo Boumous

চলতি মাসের ২৩ তারিখ পাঞ্জাব এফসির (AFC Cup) বিপক্ষে জয় দিয়ে ইন্ডিয়ান সুপার লিগে অভিযান শুরু করেছিল মোহনবাগান সুপারজায়ান্টস। সেই ধারাই বজায় থাকল গতকাল। নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে কলকাতার এই প্রধান। দলের হয়ে একমাত্র গোল করেন মরোক্কান তারকা হুগো বুমোস। তার গোলের পর থেকেই ধীরে ধীরে নাস্তানাবুদ হতে শুরু করে সাইমনের বেঙ্গালুরু এফসি ফুটবল দল। যারফলে, দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।

উল্লেখ্য, গত ম্যাচের মতো এই ম্যাচে ও সুনীল ছেত্রী অনুপস্থিত থাকলেও তার খুব একটা প্রভাব আসেনি ম্যাচের মধ্যে। এদিন শুরু থেকেই ঘন ঘন আক্রমণে উঠে আসতে দেখা যায় দুই দলের ফুটবলারদের কে। প্রথমার্ধে ফলাফল গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটের মাথায় সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে গোল তুলে আনেন হুগো বুমোস। তার গোলেই ম্যাচ জিতে যায় বাগান ব্রিগেড। পরবর্তীতে প্রেস কনফারেন্সে এসে নিজের স্ত্রীকে এই গোল উৎসর্গ করেন এই মরোক্কান তারকা। তবে শুধু আইএসএল নয় এবার এএফসি কাপের ম্যাচ নিয়ে ভাবতে শুরু করেছেন হুগো বুমোস।

আগামী ২রা অক্টোবর সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে এএফসি কাপে মাজিয়া এফসির বিপক্ষে খেলতে হবে মোহনবাগান দলকে। সেই নিয়ে যথেষ্ট সাবধানী বাগান শিবির। এই প্রসঙ্গে বুমোস বলেন,” আমাদের দলের আক্রমণভাগ আরও মজবুত করতে হবে। তার জন্য সাহাল থেকে শুরু করে দিমিত্রি, জেসনের পাশাপাশি আমাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

পাশাপাশি দুই উইংয়ের মাধ্যমে আক্রমণের ধার বাড়ানোর কথাও শোনা যায় তার মুখে। যা সহজেই চাপে পড়ে যায় বিপক্ষ দলের ফুটবলাররা।” অর্থাৎ আইএসএলের পাশাপাশি এএফসি কাপের ম্যাচের ক্ষেত্রে ও যে আক্রমনাত্মক ফুটবল খেলবে মেরিনার্সরা তা এক প্রকার নিশ্চিত।