Sourav Ganguly: কবে শালবনীর ইস্পাত কারখানা হবে জানালেন ‘মালিক’ সৌরভ

সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের শালবনিতে একটি ইস্পাত কারখানায় লগ্নি করার কথা ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পেনের মাদ্রিদে বিজনেস কনফারেনসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে ছিলেন…

সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের শালবনিতে একটি ইস্পাত কারখানায় লগ্নি করার কথা ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পেনের মাদ্রিদে বিজনেস কনফারেনসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে ছিলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্পেন-ইন্ডিয়া কাউন্সিল ফাউন্ডেশন, স্পেন চেম্বার অব কমার্সের সদস্যরাও। এই মঞ্চ থেকেই পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা গড়ার কথা ঘোষণা করেন সৌরভ। ভবিষ্যতে দুর্গাপুর-আসানসোলেও স্টিল প্ল্যান্ট করবেন বলেও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। এই ঘোষণার পর থেকেই নানা বিতর্কের সৃষ্টি হয়। বিতর্ক নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

শালবনিতে কারখানা নিয়ে মুখ খুললেন সৌরভ। তিনি সাংসদ বা বিধায়ক নন, তাও বিতর্ক হয়। স্পেনে অনুষ্ঠান ছিল বলে ওখান থেকে ঘোষণা করেছেন । ১৬ থেকে ২০ মাসের মধ্যেই শালবনিতে কারখানা তৈরি হবে। কারখানা তৈরি হলে বাংলার মানুষের চাকরি হবে। মাদ্রিদে দাঁড়িয়ে কারখানা করার কথা ঘোষণা করেন মহারাজ এবং তারপরেই বিতর্ক হয়। এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর রাজনৈতিক ‘প্রেফারেন্স’ নিয়ে নতুন করে জল্পনা ছড়ায় যে সৌরভ রাজনীতিতে নামছেন কিনা। তবে জল্পনায় জল ঢাললেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানালেন, রাজনীতিতে তাঁর কোনও আগ্রহ নেই।

   

সৌরভ বলেন, “আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব। রাজনীতিতে আমার কোনও আগ্রহ নেই। কোনও রাজনৈতিক যোগ (অ্যাটাচমেন্ট)-ও আমার নেই। আমি একজন ইনডিভিজুয়াল। আমি এমএলএ, এমপি নই। আমার যেখানে ইচ্ছে আমি সেখানেই যাব। বহু লোক বহু জায়গায় ঘুরতে যান। আমাকেও সারা বিশ্ব আমন্ত্রণ জানায়। যেহেতু আমাদের অল্পসংখ্যক কিছু মানুষ হলেও চেনে, তাই আমাদের একটু মান্যতা দেয়। কিন্তু আমার কোনও রাজনৈতিক অ্যাজেন্ডা নেই। স্পেন, কলকাতা, দিল্লি, আমার কাছে কোনও আলাদা কিছু নয়। আমার কাউকে কোনও জবাবদিহি করার কিছু নেই। সবাই যায়। আমরা কোনও জীবজন্তুর জগতে বাস করি না। আমরা মানুষ। লোকের সঙ্গে তাই আমাদের কথোপকথন হয়। ১৬ থেকে ২০ মাসের মধ্যে বাংলায় স্টিল প্ল্যান্ট হবে।”