ফের পারদ পতনের পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতা: বছরের শুরু থেকেই প্রায় প্রতিদিনই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন৷ কখনও তীব্র শীত তো আবার কখনও বৃষ্টির পূর্বাভাস৷ ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে প্রকৃতি৷ বুধবারেও বঙ্গে কম…

কলকাতা: বছরের শুরু থেকেই প্রায় প্রতিদিনই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন৷ কখনও তীব্র শীত তো আবার কখনও বৃষ্টির পূর্বাভাস৷ ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে প্রকৃতি৷ বুধবারেও বঙ্গে কম বেশি প্রায় সব জেলাতেই দেখা মিলেছে বৃষ্টির৷ একদিকে যেমন শীতের দাপট, অন্যদিকে বৃষ্টি৷ এখনই এই আবহাওয়া থেকে রেহাই মিলবে না বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে৷ বৃষ্টির পাশাপাশি পারদ পতনেরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সেই সঙ্গে লক্ষ্মীবার থেকে ফের পারদ পতনের পূর্বাভাস দিয়েছে৷ আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে৷ আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷

বৃহস্পতিবার সকালে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূমে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ বৃহস্পতিবারের পর থেকে দুই বঙ্গে পরবর্তী চার-পাঁচ দিন আর বৃষ্টির সম্ভবনা নেই বলে জানাচ্ছা হাওয়া অফিস৷

আগামী ২৬ ও ২৭ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস৷ ২৮, ২৯, ৩০ জানুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছাকাছি থাকবে৷ সর্বাধিক তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে৷ এই শীতের মরশুমে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে উত্তর এবং দক্ষিণ বাংলার বিভিন্ন শহরের মধ্যে বিশেষ পার্থক্য থাকবে না৷