Purba Medinipur: এগরায় মহিলাকে গণধর্ষণ অভিযোগে ধৃত ১, তৃণমূল-বিজেপি তরজা

নিজস্ব সংবাদদাতা, এগরা: মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ উঠল কতিপয় যুবকের বিরুদ্ধে। স্থানীয় বাজার ব্যবসায়ী অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ ধরে এক অভিযুক্তকে পাকড়াও…

নিজস্ব সংবাদদাতা, এগরা: মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ উঠল কতিপয় যুবকের বিরুদ্ধে। স্থানীয় বাজার ব্যবসায়ী অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ ধরে এক অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার ছত্রী এলাকায়৷

এগরা থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ভোলানাথ মাইতি ওরফে হরে কৃষ্ণ। তার বাড়ি এগরা থানার ছত্রী এলাকায়। বুধবার অভিযুক্তকে কাঁথি মহাকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এনিয়ে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের বিরোধীদল বিজেপি।

সূত্রের খবর,  গত ২০ জানুয়ারি গভীর রাতে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে এগরা ছত্রী বাজার থেকে তুলে নিয়ে যায় ভোলানাথ মাইতি ওরফে হরেকৃষ্ণ নামে এক যুবক। স্থানীয় একটি পরিত্যক্ত জায়গায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে কয়েকজন মিলে শারীরিক নির্যাতন চালায় করে বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দা গভীর রাতে এক মহিলা চিৎকার শুনে উঠে পড়ে, টর্চ জ্বালিয়ে দেয়। তখনই অভিযুক্তরা সেখান থেকে চম্পট দেয়৷ এরপর স্থানীয় বাজার কমিটির সদস্যরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এগরা থানায় পুলিশের দ্বারস্থ হন৷

এগরা থানার আইসি স্বপন গোস্বামী সিসিটিভি ফুটেজ ধরেই ভোলানাথ মাইতি ওরফে হরেকৃষ্ণকে চিহ্নিত করে। ২২ জানুয়ারি এগরা ছত্রী বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

এগরা থানার এক পুলিশ আধিকারিক বলেন, ” অভিযোগে ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷ এগরায় ছত্রী বাজারে এক ব্যবসায়ীর কথায়, “ঘটনার জানতে পেরে প্রথমে এগরা থানায় যাই। পুরো ঘটনাটি এগরা থানার আইসি স্বপন গোস্বামীকে জানাই। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এলাকার স্থানীয় ব্যবসায় মদ বিক্রি করেন। গভীর রাত পর্যন্ত মদ বিক্রির কারণে এমন ঘটনা ঘটেছে। অভিযুক্তের কঠোরতম শাস্তি দাবি জানাচ্ছি৷”

মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সম্পাদক অমলেশ পাহাড়ি বলেন, “বলার কিছু নেই, এটা খুবই দুঃখজনক বিষয়। এগরা ছত্রী কোন গ্রামে তৃণমূলের এক নেতা মদ্যপ অবস্থায় অবস্থায় কয়েকজনকে নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার চালাচ্ছেন তার কোন নিয়ন্ত্রণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন বাংলায় কোন নারীর সুরক্ষিত থাকবেন না এটাই পরিষ্কার৷”

স্থানীয় তৃণমূল নেতা দাবি করে বলেন, “পুলিশ তার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। বেশি কিছু মন্তব্য করব না৷”