Durand Cup: ‘ভারতের সেরা দল’-এর পথের কাঁটা হতে পারেন কার্ল ম্যাক হিউ

আজ Durand Cup-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। তার আগে নিজেদের তাতিয়ে রাখছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট।

arl McHugh's Challenge Against India's Best Team for Mohun Bagan

আজ Durand Cup-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। তার আগে নিজেদের তাতিয়ে রাখছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। মাঠে নামার আগে জেসন কামিনসের ঘোষণা, “আমরাই ভারতের সেরা দল”। মুখে বলছেন বটে, মাঠে লড়াই হবে তুল্যমূল্য। ফুটবল প্রেমীদের একাংশের মতে, ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে অন্যতম ভারসাম্য যুক্ত দল গড়েছে এফসি গোয়া। নতুন চ্যালেঞ্জ নিয়ে সৈকত নগরীর ক্লাবে যোগ দিয়েছে কার্ল ম্যাক হিউ (Carl McHugh)।

গত মরসুমে এটিকে মোহন বাগানের সাফল্যের পিছনে অন্যতম কারিগর ছিলেন কার্ল ম্যাক হিউ। সবুজ মেরুন জার্সিতে বহু ম্যাচ খেলেছেন তিনি। কলকাতার ময়দান তার কাছে পরিচিত। হুয়ান ফেরান্ডোর ফুটবল খেলানোর ধরণ ভালোই জানেন স্কটল্যান্ডের এই মিডফিল্ডার। দলের রক্ষণ ভাগ এবং মাঝ মাঠের মধ্যিখানে থেকে খেলা তৈরি করেন।

ম্যাক হিউয়ের ডিফেন্সিভ অ্যাবিলিটি এবং বল ডিস্ট্রিবিউশনের কথা ভারতীয় ফুটবল মহলে সর্বজন বিদিত। মোহন বাগান সুপার জায়ান্টের তারকা খচিত আক্রমণভাগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য কার্যকরী ভূমিকা নিতে পারেন কার্ল। আক্রমণ ভাগের সঙ্গে মাঝমাঠের যোগাযোগ ছিন্ন করে দিতে পারলে হয়তো অনেকটা বেকায়দায় পড়বে সবুজ মেরুন ব্রিগেড।

সেমিফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী বাগান কোচ হুয়ান ফেরান্ডো, তবে মুম্বই সিটি এফসিকে হারিয়েছে বলে আত্মতুষ্টিতে ভুগতে তিনি নারাজ। বাগানের স্প্যানিশ কোচের মুখেও উঠে এসেছে নিজের পুরনো ছাত্রের কথা। মোহন বাগান করার সুপার জায়ান্ট প্রশিক্ষকের ভাবনায় ঢুকে পড়েছেন কার্ল ম্যাক হিউ।

বাগান কোচের কথায়, “আমি গোয়ার খেলা দেখেছি। ওদের দলে ম্যাক হিউ, বরিস, উদান্তা, সন্দেশ, নোয়ার মতো ফুটবলাররা রয়েছে। ওদের অস্ত্র হল দৌড়। আমরা চেষ্টা করব নির্ধারিত সময়ে খেলা শেষ করে দিতে। তবে টাইব্রেকারে খেলা চলে গেলেও আমরা প্রস্তুত। সে ভাবনাও ভেবে রেখেছি আমরা।”