Weather Update: সুখবর শুনুন! কোনওরকমে কয়েকটা ঘণ্টা পার করলেই স্বস্তি

Weather Update: সুখবর শুনুন! মাত্র কয়েক ঘণ্টার ভ্যাপসানি গরম কোনওরকমে পার করে দিন। তার পরেই স্বস্তি। ফের আসছে বৃষ্টি।  অস্বস্তিকর গরম কাটবে।

Rain in kolkata girl

Weather Update: সুখবর শুনুন! মাত্র কয়েক ঘণ্টার ভ্যাপসানি গরম কোনওরকমে পার করে দিন। তার পরেই স্বস্তি। ফের আসছে বৃষ্টি।  অস্বস্তিকর গরম কাটবে। শুক্রবার থেকে বৃষ্টি হবে ফের। জানাল আলিপুর হাওয়া অফিসের বিখ্যাত মোরগ।

হাওয়া মোরগের বার্তা, আগামী শনিবার থেকে তিনদিন অর্থাত মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।  শুক্রবার বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তহে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কারণ এই জেলাগুলি দক্ষিণবঙ্গ লাগোয়া।

   

দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তির সাথে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রা বৃদ্ধির সাথে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯১ শতাংশ।