বিশ্বমানের গোল করে সাড়া ফেললেন পাঠচক্রের সাহিল হরিজন

এবারের কলকাতা ফুটবল লীগে (calcutta Football League) আরও একটা চোখ ধাঁধানো গোল। বিশ্বমানের গোল বললেও কম বলা হবে।

Sahil Harijan

এবারের কলকাতা ফুটবল লীগে (calcutta Football League) আরও একটা চোখ ধাঁধানো গোল। বিশ্বমানের গোল বললেও কম বলা হবে। শরীরকে শূন্যে ছুঁড়ে দিয়ে বাইসাইকেল কিকের কায়দায় গোল করেছেন ১৮ বছরের এক উঠতি ফুটবলার। নাম- সাহিল হরিজন, চলতি কলকাতা ফুটবল লীগের অন্যতম আবিষ্কার।

সার্দান সমিতির বিরুদ্ধে বিরতির আগে এক গোল পিছিয়ে পড়েছিল পাঠচক্র। সেখান থেকে দলকে সমতায় ফিরিয়েছিলেন সাহিল হরিজন। মাঠের ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে শরীর শূন্যে ছুঁড়ে দিয়ে গোল করেছেন এই তরুণ তুর্কি। তারকা ফুটবলারদের ভিড়ে সাহিল এবার এক উজ্জ্বল নক্ষত্র। টুর্নামেন্টে ইতিমধ্যে করে ফেলেছে সাতটি গোল। বুধবার করা তার এই গোল ছিনিয়ে নিতে পারে প্রতিযোগিতার সেরার সম্মান।

   

আরও পড়ুন: Sahil Harijan: অভাব বুঝতে দেননি বাবা-মা, পাঠচক্রের ঘুরে দাঁড়ানোর মন্ত্রে আত্মবিশ্বাসী সাহিল

পাঠচক্র ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এই গোল সম্পর্কে বলা হয়েছে, “বিশ্বমানের গোল, হয়তো আমরা সব্বাই গোল টা একবার নয়, পাঁচ থেকে ছয় বার দেখছি, আর যতবার দেখছি ততবার মনে হচ্ছে হয়তো ভারতীয় ফুটবলকে আলোকিত করতে আবির্ভুত হলো আর একটি ফুটবল প্রতিভা।”

সার্দান সমিতির বিরুদ্ধে এই ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছে পাঠচক্র। ৪-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে তারা। কলকাতা ফুটবল লীগে দল হিসেবে ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেনি ক্লাব। তবে ফুটবল প্রেমীদের উপহার দিয়েছে একাধিক মনে রাখার মতো মুহূর্ত।