Des Buckingham: মুম্বাই ছেড়ে কোথায় গেলেন বাকিংহাম? জানুন

গত মরশুমের শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স থেকেছে আইএসএল জয়ী দল মুম্বাই সিটি এফসির। একটা সময় স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই।…

Des Buckingham

গত মরশুমের শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স থেকেছে আইএসএল জয়ী দল মুম্বাই সিটি এফসির। একটা সময় স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই। পরবর্তীতে যদিও তিনি সিটি গ্রুপের অধিনস্ত বিদেশের একটি ক্লাবে চলে যান। পরবর্তীতে ব্রিটিশ কোচ ডেস বাকিংহামের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। তার তত্ত্বাবধানে শেষ মরশুমে অপ্রতিরোধ্য হয়ে ওঠে রনবীর কাপুরের দল।

তবে সেমিফাইনালে তাদের পরাজিত হতে হয় বেঙ্গালুরু এফসির কাছে। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার দরুন লিগ শিল্ড জয় করে মুম্বাই। যারফলে, এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে এই ভারতীয় ফুটবল দল। যা নিঃসন্দেহে বিরাট গর্বের। তবে এফসি নাসাফ থেকে শুরু করে শক্তিশালী আল হিলালের মুখোমুখি হতে হয় রাহুল ভেকের মুম্বাইকে। স্বাভাবিকভাবেই খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাদের। তবে ঘরের মাঠে আল হিলালের বিপক্ষে ছাংতে-আপুইয়াদের দাঁতে দাঁত চেপে লড়াই যথেষ্ট নজর কাড়ে সকলের।

   

যার মূলে ছিলেন ব্রিটিশ কোচ ডেস বাকিংহাম। তার চালনাতে এবারের ইন্ডিয়ান সুপার লিগেও যথেষ্ট ভালো স্থানে রয়েছে আইসল্যান্ডাররা। তবে এবার ছন্দ পতন। মুম্বাই সিটিকে বিদায় জানিয়ে নিজের দেশে ফিরছেন বাকিংহাম। যা নিয়ে হতাশ মুম্বাই সিটির সমর্থকরা। কিন্তু এই দাপুটে ফুটবল দল ছেড়ে এবার কোথায় যাচ্ছেন বাকিংহাম? কোন দলের দায়িত্ব নেবেন তিনি। সেই নিয়ে উঠে আসল এবার নয়া তথ্য। যতদূর জানা গিয়েছে, এবার নাকি অক্সফোর্ড ইউনাইটেডের দায়িত্বে আসছেন ডাস বাকিংহাম।

তবে সেই পথ খুব একটা সহজ ছিল না। আসলে, এই ব্রিটিশ কোচের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি ছিল ভারতীয় ক্লাব মুম্বাই সিটির। তাই এক্ষেত্রে রেকর্ড ট্রান্সফার ফি দিতে হত অক্সফোর্ড ইউনাইটেডকে। বর্তমানে যা খবর তাতে খুব একটা আপত্তি নেই এই ফুটবল দলের। যারফলে, মুম্বাই ছেড়ে এবার এই দলের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ব্রিটিশ কোচ।

তাহলে, এবার কে সামলাবেন মুম্বাই দলের দায়িত্ব? সেই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তবে এখনো পর্যন্ত কোনো কিছু না জানা গেলেও আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।