I-League Match: রুদ্ধশ্বাস জয় ইন্টারকাশির, বাড়তি অক্সিজেন পেল দল

জয়ের ধারা বজায় রাখল ইন্টারকাশি (Inter Kashi FC)। গত ম্যাচে সুদেবা দিল্লিকে বড় ব্যবধানে হারিয়ে ছিল অরিন্দম ব্রিগেড। আজ ও বজায় থাকল সেই ধারা। আইলিগের…

Interkashi FC

জয়ের ধারা বজায় রাখল ইন্টারকাশি (Inter Kashi FC)। গত ম্যাচে সুদেবা দিল্লিকে বড় ব্যবধানে হারিয়ে ছিল অরিন্দম ব্রিগেড। আজ ও বজায় থাকল সেই ধারা। আইলিগের (I-League Match) নির্ধারিত সূচী অনুযায়ী আজ চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হয়েছিল বারানসীর এই ফুটবল দল। প্রথমদিকে এক গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও পরবর্তীতে সমতায় ফিরে জয় নিশ্চিত করে জ্যাকিচাঁদরা।

সম্পূর্ণ সময়ের শেষে খেলার ফলাফল হয়ে দাঁড়ায় ২-১ গোল। ইন্টারকাশির জার্সিতে আজ গোল করেন যথাক্রমে জ্যাকিচাঁদ ও নিকুম গেইমার। অন্যদিকে চার্চিল ব্রাদার্সের হয়ে একটি মাত্র গোল করেন দিচেইরা। আজকের এই জয়ের ফলে মোট ৪ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে এবারের এই নয়া ফুটবল দল। যা নিয়ে খুশি দলের কোচ সান্তা মারিনা।

উল্লেখ্য, গত ম্যাচে দাপুটে জয় পাওয়ায় আজকের ম্যাচে কিছুটা হলেও আত্মবিশ্বাসী লাগছিল সুমিত পাসি থেকে শুরু করে পিটার হার্টলিদের। তবে চার্চিলের বিপক্ষে ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা ভালো মতোই বুঝতে পারছিলেন সকলে। আসলে বর্তমান সময়ের নিরিখে গোয়ার এই ফুটবল দল কিছুটা পিছিয়ে থাকলেও যেকোনো সময় যে তারা অঘটন ঘটিয়ে দিতে পারে তা ভালোই জানতেন দলের কোচ।

তাই বাড়তি সাবধানি লাগছিল ম্যাচের শুরু থেকেই। তবে প্রথম থেকেই বল দখলের লড়াইয়ে যথেষ্ট সক্রিয় ছিল লালরিনডিকাররা। তবে চার্চিলের প্রতি আক্রমণ সামাল দিতে গিয়েই ঘটে যায় বিপত্তি। ম্যাচের ঠিক ৩৮ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে ঝড়ো আক্রমণ করে পরবর্তীতে নিজেদের প্রথম গোল তুলে নেয় চার্চিল ব্রাদার্স। প্রথমার্ধের শেষে সেই এক গোলের ব্যবধানেই এগিয়ে থাকে দল।

তবে দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় ইন্টারকাশি। আসলে, প্রথমার্ধে সুযোগ আসলেও শেষ পর্যন্ত তা গোলে কনভার্ট করা সম্ভব হচ্ছিল না ডিকাদের পক্ষে। তবে সেই ভুল শুধরে ৫২ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান জ্যাকিচাঁদ। ফলাফল এসে দাঁড়ায় ১-১ গোল। পরবর্তীতে ব্যবধান বাড়ানোর লক্ষ্যে চার্চিল দল একের পর এক আক্রমণ শানিয়ে নিলেও অরিন্দমের বিশ্বস্ত হাতে আটকে যেতে হয় তাদের। তবে সুযোগ বুঝে ৮২ মিনিটের মাথায় গোল করতে ভুল করেননি নিকুম। পরবর্তীতে অতিরিক্ত সময়ের শেষে সেই ব্যবধানেই আসে জয়।