গতকাল এক অনন্য রেকর্ডের সাক্ষী থেকেছে ভারতের আপামর ফুটবলপ্রেমী মানুষ। আসলে গতকাল কুয়েতের ঘরের মাঠে প্রথমবারের মতো জয় পেয়েছে ব্লু টাইগার্স। অতীতে একাধিকবার তাদের ঘরের মাঠে খেলা থাকলেও জয় সুনিশ্চিত করা সম্ভব হয়নি ভারতীয় দলের পক্ষে।তবে এবার অন্য ছবি দেখলো সকলে।
কুয়েতের মাটিতে কুয়েতের বিপক্ষে জয় ছিনিয়ে নিল ভারতীয় ফুটবল দল। গোল করলেন তরুণ তারকা মনবীর সিং। যা নিয়ে মাতোয়ারা গোটা দেশবাসী। হিসেবে মতো এটি সুনীলদের অ্যাওয়ে ম্যাচ হিসেবে নির্বাচিত হলেও ম্যাচের পর যেন অন্য ছবি ধরা দিয়েছিল গোটা স্টেডিয়ামে। বলতে গেলে ভারতীয় দলের সমর্থনে একেবারে অন্য চেহারায় ধরা দেয় গোটা স্টেডিয়াম। ম্যাচের নায়ক হয়ে ওঠেন তরুণ তারকা মনবীর সিং।
তবে সেই ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি ভারতীয় তারকা তথা ইগর স্টিমাচের অন্যতম অস্ত্র অনিরুদ্ধ থাপা। তবে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামান ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। তবে মাঠে নামলেও সেখানে ও দেখা দেয় বিপত্তি। প্রতিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনি। পরবর্তীতে মাঠে তার প্রাথমিক শুশ্রূষার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।
যারফলে, অনায়াসেই উঠে দাঁড়াতে দেখা যায় এই দাপুটে ফুটবলারকে। থাপার চোট যে গুরুতর নয় সেটা জানা যায় পরবর্তী সময়ে। যা নিয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে সকলের মধ্যে। বিশেষ করে মোহনবাগান সমর্থকদের মধ্যে। আসলে, এবারের এই ফুটবল মরশুমের শুরুতেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন আশিক কুরুনিয়ান থেকে শুরু করে আনোয়ার আলীর মতো দুই দাপুটে ফুটবলার।
তাই এই পরিস্থিতিতে বাড়তি চাপ থাকবে সকলের। অপরদিকে, অনিরুদ্ধ থাপাকে না খেলানোর ব্যাপারে দেখা দিয়েছিল একাধিক জল্পনা। যতদূর জানা গিয়েছে, মোহনবাগান দলের হয়ে একাধিক ম্যাচ খেলে আসার দরুণ এই দাপুটে ফুটবলারকে কিছুটা বিশ্রাম দিতে চেয়েছিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। সেই কারনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।