কলকাতার অন্যতম প্রধান ক্লাবের বিরুদ্ধে বৈমাতৃসুভল আচরণ ফেডারেশনের!

কিছু দিন হল শুরু হয়েছে এবারের আই লীগ। ম্যাচ হচ্ছে নিয়মিত। কিন্তু সব খেলা দেখার উপায় নেই। দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লীগের সমস্ত ম্যাচ সম্প্রচার…

football

কিছু দিন হল শুরু হয়েছে এবারের আই লীগ। ম্যাচ হচ্ছে নিয়মিত। কিন্তু সব খেলা দেখার উপায় নেই। দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লীগের সমস্ত ম্যাচ সম্প্রচার করার কোনো ব্যবস্থাই করেনি ভারতীয় ফুটবল ফেডারেশন ( AIFF)। এমনকি কলকাতার অন্যতম বড় ক্লাবের সব খেলাও দেখানো হচ্ছে না বলে অভিযোগ।

এবারের আই লীগের কোন দলের কয়টি ম্যাচ দেখানো হচ্ছে সে ব্যাপারে কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। এই পরিসংখ্যান ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে রীতিমত হতাশ জনক। কলকাতার অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের খেলাও একশো শতাংশ দেখানো হচ্ছে না। সবথেকে কম ম্যাচ দেখানো হচ্ছে নামধারী ফুটবল ক্লাবের (৪৫ শতাংশ)।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গোকুলাম কেরালা এফসির একশো শতাংশ ম্যাচ দেখানো হচ্ছে। তারপরেই রয়েছে ট্রাউ এফসি, তাদের ৯১ শতাংশ ম্যাচ সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। মহামেডান স্পোর্টিং ক্লাবের মোট ম্যাচের ৮২ শতাংশ সরাসরি দেখা যাবে পর্দায়।

পরিসংখ্যান অনুযায়ী, ছয়টি হোম ম্যাচ ও নয়টি অ্যাওয়ে ম্যাচের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। মানে মোট নয়টি ম্যাচ সরাসরি দেখতে পাবেন দর্শকরা। একই সংখ্যক ম্যাচ দেখতে পাবেন চার্চিল ব্রাদার্সের অনুগামীরা। আই লীগের কেন সব ম্যাচ দেখানোর ব্যবস্থা ফেডারেশন করেনি সে ব্যাপারে উঠছে প্রশ্ন।